ছেল্লো শো
ভারত থেকে আনুষ্ঠানিকভাবে অস্কারের লাইব্রেরীতে পাঠানো চলচ্চিত্র ‘ছেল্লো শো’। চলচ্চিত্র নির্মাতা পান নলিনের পরিচালনায় নির্মিত সিনেমাটি এ বছর সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে অস্কার পুরস্কারের জন্য ভারত থেকে নির্বাচিত করা হয়েছে।
সিনেমাটি মনোনীত হবার সঙ্গে সঙ্গে ভারতের বেশ কয়েকজন অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা সিনেমাটির প্রতি তাদের ভালবাসা এবং আশীর্বাদ প্রকাশ করেছেন। সিনেমার গল্পটি যদিও সাধারন, তবুও একটি আকর্ষক পদ্ধতিতে চিত্রিত হয়েছে এটি।
‘ছেল্লো শো’ এমন একটি ছেলের গল্প দেখায় যে একজন চলচ্চিত্র নির্মাতা হওয়ার স্বপ্ন দেখে। কিভাবে সে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়, জীবন কিভাবে তাকে কঠিন পরীক্ষায় ফেলে, সেই গল্পেই নির্মিত এই সিনেমাটি।

শুক্রবার (৭ অক্টোবর) ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের সঙ্গে এক কথোপকথনে সিনেমাটির পরিচালক পান নলিন অস্কারের চলমান প্রস্তুতি নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, “প্রচারণা একটি বড় চ্যালেঞ্জ। আমরা গত সপ্তাহে প্রচারনার সমস্ত কাজ শুরু করেছি এবং আমেরিকা ভিত্তিক স্যামুয়েল গোল্ডউইন ফিল্মসের সাথে কাজ করছি। তাদের সেই বিশাল অভিজ্ঞতা রয়েছে। তাদের সমর্থন করা বেশ কয়েকটি চলচ্চিত্র পুরস্কার জিতেছে। সুতরাং, আমরা প্রচারণার জন্য তাদের দক্ষতা ব্যবহার করছি। ”
পান নলিন আরো বলেন, “অ্যাকাডেমির কিছু সদস্য সিনেমাটি দেখেছেন এবং আরো সদস্যদের এটি দেখানোর পরিকল্পনা করছি আমরা। আমাদের উদ্দেশ্য হল সিনেমাটি দেখানোর চেষ্টা করা, কারণ আমাদের চলচ্চিত্রটি নিজেই কথা বলবে। এটির নির্মাণ কথা বলবে, এটির গল্প কথা বলবে। ’’

‘ছেল্লো শো’কে ইংরেজি চলচ্চিত্র ‘সিনেমা প্যারাডিসো’-এর অনুকরণ বলে যে দাবি উঠেছে, সেটি নাকচ করে দিয়েছেন পরিচালক পান নলিন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ধরনের অভিযোগ মেনে নেয়া কষ্টকর। এটি দুঃখজনক। আমরা তথ্যের যুগে বাস করছি। সবকিছুই এখন হাতের নাগালে। এমন অভিযোগ করার আগে সিনেমাটি দেখা উচিত। ’
৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সূত্র : পিঙ্ক ভিলা