আ.লীগের সম্মেলনে প্রার্থিতা নিয়ে সংঘর্ষ, ছুরিকাঘাতসহ আহত ১০

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রার্থিতা নিয়ে ২ গ্রুপের সংঘর্ষে দুইজন ছুরিকাঘাতসহ অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন সভাপতি প্রার্থীসহ ৪ জনকে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী সোমবার (১০ অক্টোবর) বিকালে দিনাজপুরের চিরিরবন্দর পাইলট স্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন শুরু হয়। এ সময় সম্মেলনে প্রার্থিতা নিয়ে আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষ বাধে। সংঘর্ষে ১ জন সভাপতি প্রার্থীসহ এবং দুইপক্ষের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন।

আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে ছুরিকাঘাতে দুইজনসহ গুরুতর আহত ৪ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হচ্ছেন- সভাপতি প্রার্থী ও চিরিরবন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায়, আওয়ামী লীগ নেতা লক্ষ্মীকান্ত রায়, নিবারণ চন্দ্র রায় ও সনাতন রায় ও যুবলীগ নেতা কবীর ইসলাম। এ নিয়ে চিরিরবন্দর উপজেলায় চরম উত্তেজনা বিরাজ করছে।

চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের সময় পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

LEAVE A REPLY