বিগ বস থেকে সাজিদ খানকে সরাতে তথ্যমন্ত্রীর কাছে চিঠি

স্বাতি মালিওয়াল ও সাজিদ খান

‘বিগ বস- সিজন ১৬’তে সাজিদ খানের অংশগ্রহণ যেন একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছে! তাঁর বিরুদ্ধে একাধিক যৌন নিপীড়নের অভিযোগ থাকা সত্ত্বেও তাকে প্ল্যাটফর্ম দেওয়ার জন্য বিগ বস শো এবং চ্যানেল কালারস টিভির সমালোচনা করেছেন বেশ কিছু তারকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। বেশ কিছুদিন ধরেই সাজিদ ইস্যুতে সরগরম অনলাইন।  এবার দিল্লি কমিশন ফর উইমেনের প্রধান স্বাতি মালিওয়ালও বিগ বসে সাজিদের প্রবেশের বিরুদ্ধে কথা বলেছেন এবং জনপ্রিয় রিয়েলিটি টিভি শো থেকে তাঁর বহিষ্কারের দাবি জানিয়েছেন।

kalerkantho

ডিসিডব্লিউ স্বাতী মালিওয়াল

ডিসিডব্লিউ প্রধান স্বাতী মালিওয়াল সোমবার (১০ অক্টোবর) তাঁর টুইটার অ্যাকাউন্টে সাজিদ খান সম্পর্কে টুইট করে লেখেন যে, ‘সাজিদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ তাঁর ‘ঘৃণ্য মানসিকতা’ প্রমান করে।

স্বাতী আরো লেখেন যে তিনি বিষয়টি নিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরকে চিঠি লিখেছেন।

kalerkantho

সালোনি চোপড়া

হিন্দিতে টুইট করে স্বাতী লিখেছেন, ‘ মি’টু আন্দোলনের সময় দশজন নারী সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন। এই সমস্ত অভিযোগ সাজিদের ঘৃণ্য মানসিকতা প্রমান করে। এখন এই লোকটিকে বিগ বস-এ জায়গা দেওয়া হয়েছে, যা সম্পূর্ন ভুল কাজ। সাজিদ খানকে এই শো থেকে সরিয়ে দেওয়ার জন্য অনুরাগ ঠাকুরকে চিঠি লিখেছি আমি। ’

স্বাতী অনুরাগ ঠাকুরের কাছে লেখা তাঁর চিঠির ছবিও শেয়ার করেছেন, যাতে তিনি সাজিদের বিরুদ্ধে একাধিক নারীর অভিযোগের তালিকা প্রদান করেছিলেন। ছবিটি শেয়ার করে তিনি আরও লিখেছেন, ‘যদিও শো’তে সাজিদের অন্তর্ভুক্তির বিরুদ্ধে জনসাধারণের ক্ষোভ রয়েছে, তবু অনুষ্ঠানের নির্মাতারা তাকে সরাতে করতে চান না। কারণ তারা স্পষ্টতই এই বিতর্কের কারণে তাদের টিআরপি রেটিং এবং দর্শকত্ব অর্জন করার চেষ্টায় আাছেন। ’

kalerkantho

সোনা মহাপাত্র

‘মি’টু’ আন্দোলনের সময় সাজিদকে অভিযুক্ত করা নারীদের মধ্যে মন্দানা করিমি, সোনা মহাপাত্র, দেবোলিনা ভট্টাচার্য, উরফি জাভেদ, সালোনি চোপড়াও বিগ বসে সাজিদের অংশগ্রহণের বিরুদ্ধে কথা বলেছেন। তীব্র আপত্তি জানিয়েছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ আলোড়ন চলছে বিষয়টি ঘিরে।

LEAVE A REPLY