পাকিস্তানে বন্যাদুর্গতদের বহনকারী বাসে আগুন, নিহত ১৭

পাকিস্তানে একটি বাসে অগ্নিকাণ্ডে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। বুধবার রাতে দক্ষিণ পাকিস্তানে এ ঘটনা ঘটে। পাকিস্তানের দক্ষিণাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের বহনকারী ওই বাসে আগুন লেগে এই মৃত্যুর ঘটনা ঘটে।  

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষেদের বহনকারী ওই বাসে ৩৫ জন মানুষ ছিল।

এদের মধ্যে ১৭ জন মারা যান এবং ১০ জন আহত হন। আহত ১০ জনকে উদ্ধার করার পর চিকিৎসা দিয়েছে উদ্ধারকারী দলগুলো।  

বন্দর শহর করাচির সিন্ধু প্রদেশের হায়দ্রাবাদ ও জামশোরো শহরের সঙ্গে সংযোগকারী এম-৯ মহাসড়কে বুধবার রাতে এ ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন। জামশোরোর ডিসি আসিফ জামিল বলেন, বাসে যারা ছিলেন তারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ। তারা ওই মহাসড়কের আশপাশে কোথাও আশ্রয় নিয়েছিলেন। তাদের উদ্ধার করে দাদু জেলায় ফিরছিল বাসটি। তবে বাসটিতে কিভাবে আগুনের সূচনা হয়েছে তা এখনো পরিষ্কারভাবে জানা যায়নি।

সূত্র : রয়টার্স।

LEAVE A REPLY