রাশিয়া ইউক্রেন যুদ্ধের আগুনে ইরানকে জড়িয়ে এবার নতুন করে ঘি ঢালল ইহুদিবাদী ইসরাইল।
ইসরাইলি একটি প্রতিষ্ঠান গোপনে ইউক্রেনকে স্যাটেলাইটের ছবি সরবরাহ করছে। খবর জেরুজালেম পোস্টের।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে গত বুধবার এ তথ্য জানিয়েছে ইসরাইলের এক ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা।
তিনি জানিয়েছেন, ইসরাইলি একটি প্রতিষ্ঠান ইউক্রেনে রাশিয়ার সেনাবাহিনীর অবস্থানগুলোর স্যাটেলাইটে পাওয়া ছবি কিয়েভকে সরবরাহ করছে।
রুশ বাহিনী কিয়েভে সাম্প্রতিক ভয়াবহ হামলায় ইরানি ড্রোন ব্যবহার করেছে বলে ইউক্রেনকে জানিয়েছে ইসরাইলি ওই প্রতিষ্ঠানটি।
এ ক্ষেত্রে তারা ইউক্রেনে একটি ভূপাতিত ড্রোনের অংশবিশেষের ছবি সরবরাহ করে তা ইরানের তৈরি শাহিদ-১৩৬ ড্রোন বলে চালিয়ে দিয়েছে।
ইসরাইলি একটি বেসরকারি প্রতিষ্ঠান ইউক্রেনকে এ স্যাটেলাইট ইমেজ সরবরাহ করছে।
এসব স্যাটেলাইট ইমেজ দেখে রুশ বাহিনীর অবস্থান লক্ষ্য করে এবার ইউক্রেন পাল্টা হামলা চালাচ্ছে।
তবে ইরান এবং রাশিয়া দুই দেশই ইউক্রেনে ইরানি ড্রোন দিয়ে হামলার কথা অস্বীকার করে আসছে।
গত ৬ অক্টোবর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইরানের বিরুদ্ধে রাশিয়াকে ড্রোন সরবরাহের অভিযোগ করেন।
ইরান অবশ্য বরাবরই রাশিয়াকে ড্রোন সরবরাহের কথা অস্বীকার করে আসছে।