চীনের প্রেসিডেন্টের বিরুদ্ধে বেইজিংয়ে ‘বিরল’ বিক্ষোভ

চীনের প্রেসিডেন্ট শি চিনপিং এবং তার কঠোর ‘শূন্য কভিড’ নীতির বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার বেইজিংয়ে বিক্ষোভ হয়েছে। বিবিসি জানিয়েছে, একদলীয় শাসনব্যবস্থার চীনে চিনপিংবিরোধী এ বিক্ষোভকে ‘বিরল’ ঘটনা আখ্যা দিচ্ছে পশ্চিমা গণমাধ্যমগুলো।  

বিবিসির প্রতিবেদনে আরো বলা হয়, বিক্ষোভটি শুরুর পর দ্রুতই কর্তৃপক্ষ তা দমন করে বলে ধারণা করা হচ্ছে। বিক্ষোভের যেসব ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে, তাতে বেইজিংয়ের হাইদিয়ান এলাকায় সেতুতে ঝোলানোর দুটি ব্যানারে চিনপিংকে ‘স্বৈরশাসক’ ও ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দেওয়া হয়েছে।

আগামী রবিবার কমিউনিস্ট পার্টির ২০তম সম্মেলন শুরু হচ্ছে। সপ্তাহব্যাপী এই সম্মেলনে চিনপিংকে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হবে বলে কূটনীতিকরা ধারণা করছেন।
সূত্র : বিবিসি, সিএনএন।

LEAVE A REPLY