রাশিয়ার দখলে থাকা কারাগারে রেড ক্রসের পরিদর্শন চায় ইউক্রেন

ইউক্রেনের কর্মকর্তারা আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) প্রতি আহ্বান জানিয়েছে যে রুশ অধিকৃত ওলেনিভকা কারাগার পরিদর্শন করা জরুরি।  

বিবিসি জানিয়েছে, কারাগারটি ইউক্রেনের পূর্বাঞ্চল দোনেৎস্কে অবস্থিত। দোনেৎস্কসহ ইউক্রেনের চারটি অঞ্চল আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্তির ঘোষণা দিয়েছে রাশিয়া।

ইউক্রেনের প্রেসিডেন্টের চিফ অব স্টাফ আন্দ্রি ইয়েরমাক দাবি জানিয়েছেন, তিন দিনের মধ্যে আইসিআরসি যেন কারাগারটি পরিদর্শন করে।

।  

এক টুইট বার্তায় আন্দ্রি ইয়েরমাক বলেছেন, গত মাসে আইসিআরসি কারাগারটিতে প্রবেশাধিকার পাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু রুশ কর্তৃপক্ষ অনুমতি দেয়নি।

তিনি আরো বলেন, আর সময় নষ্ট করতে পারি না। মানুষের জীবন হুমকির মুখে পড়েছে।

চলতি বছরের জুলাই মাসে ওলেনিভকা কারাগারে রকেট হামলা হয়েছিল। এতে বেশ কয়েকজন ইউক্রেনীয় বন্দি নিহত হয়। হামলার জন্য ইউক্রেন ও রাশিয়া পরস্পরকে দোষারোপ করেছে।

আন্দ্রি ইয়েরমাক বলেন, আইসিআরসিসহ অন্য আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কারাগার পরিদর্শনের বিষয়টি উত্থাপন করেছি। সোমবারের মধ্যে কারাগারটি পরিদর্শনের দাবিও জানিয়েছেন তিনি।

সূত্র : বিবিসি।

LEAVE A REPLY