বিএনপি নেতা হিফজুল বারির স্মরণসভা অনুষ্ঠিত

বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপির সিনিয়র নেতা প্রয়াত হিফজুল বারীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৪ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা বিএনপির জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য সিকদার হাফিজের সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন।

আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে শোকসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব মিজানুর রহমান মুকুল।

অনুষ্ঠানে মরহুম হিফজুল বারীর দুই কন্যা ও স্বজনরা ছাড়াও বিপুলসংখ্যক বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মরহুম হিফজুলের মতো নেতার মৃত্যু এই মুহূর্তে দলের জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে আখ্যায়িত করে প্রধান অতিথি তার শোকসন্তপ্ত পরিবারের পাশে দল সব সময় থাকবে বলে বক্তব্য দেন।

অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মুনাজাত পরিচালনা করেন প্রবীণ বিএনপির নেতা বরিশাল জেলা উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সরোয়ার আলম।

LEAVE A REPLY