বক্স অফিসে ব্যর্থতার পর নেটফ্লিক্সে শীর্ষে ‘লাল সিং চাড্ডা’

লাল সিং চাড্ডা

দীর্ঘ চার বছর পর পর্দায় ফিরেছেন আমির খান। চার বছর আগে ‘থাগস অব হিন্দুস্তান’ মুক্তির পর এ বছর ‘লাল সিং চাড্ডা’ দিয়ে ফিরেছেন তিনি। তবে বহুল প্রতীক্ষিত সিনেমাটি বক্স অফিসে সুবিধা করতে পারেনি। আমিরকে পড়তে হয়েছে বয়কট ট্রেন্ডে।

বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে লাল সিং চাড্ডা।

বক্স অফিসের আয়ের ক্ষেত্রে লাল সিং চাড্ডা বলিউডের জন্য এ বছরের সবচেয়ে বড় হতাশার মধ্যে একটি। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল আমির খানের চলচ্চিত্রটি ঘিরে। কিন্তু বিশ্বব্যাপী ১০০ কোটির মার্কও অতিক্রম করতে পারেনি সিনেমাটি।  

kalerkantho

তবে এই মাসের শুরুর দিকে নেটফ্লিক্সে মুক্তির পর থেকে চলচ্চিত্রটি আলো ছড়িয়েছে দর্শকদের মাঝে। দর্শকরা সিনেমাটির প্রশংসা করার সঙ্গে এটিকে দেখার রেকর্ডও গড়তে যাচ্ছে। স্ট্রিমিং প্ল্যাটফর্ম অনুসারে, এটি ভারতে নেটফ্লিক্সে ১ নম্বর সিনেমা হিসেবে এবং বিশ্বব্যাপী নেটফ্লিক্সে ২ নম্বর নন-ইংরেজি সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে।  

নেটফ্লিক্স থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, লাল সিং চাড্ডা গত বৃহস্পতিবার (৬ অক্টোবর) প্ল্যাটফর্মে স্ট্রিমিং শুরু হওয়ার পর থেকে নেটফ্লিক্সে ৬.৬৩ মিলিয়ন ঘণ্টা দেখা হয়েছে। শুধু ভারত নয়, বহু বিদেশি অঞ্চলেও সিনেমাটি জনপ্রিয় হয়েছে। নেটফ্লিক্স থেকে প্রকাশিত একটি তথ্য অনুসারে, এটি মরিশাস, বাংলাদেশ, সিঙ্গাপুর, ওমান, শ্রীলঙ্কা, বাহরাইন, মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের ১৩টি দেশের চলচ্চিত্রের তালিকায় শীর্ষ দশে স্থান পেয়েছে।

kalerkantho

‘ধাকার’, ‘অ্যাটাক’ এবং ‘খুদা হাফিজ-২’-এর মতো বক্স অফিসে ব্যর্থ সিনেমাগুলোও এ বছর ওটিটিতে মুক্তি পেয়ে বেশ সফলতা দেখিয়েছে। লাল সিং চাড্ডাও সফলতার সঙ্গে সঙ্গে অনেক বড় দর্শকসংখ্যা অর্জন করেছে ভারত এবং ভারতের বাইরে। দর্শকদের একটি বড় অংশ স্ট্রিমিংয়ে দেখার পর সিনেমাটির প্রশংসা করেছে এবং ভাবছে, কেন এটি বক্স অফিসে ব্যর্থ হয়েছে!

অনেকেই টুইটারে সিনেমাটির শেষ দৃশ্য শেয়ার করেছেন। গল্প জানা থাকা সত্ত্বেও লাল সিং চাড্ডার এই একটি দৃশ্য খুবই বিশেষ লেগেছে সবার কাছে। এ ছাড়া সিনেমাটিতে শাহরুখ খানের বহুল আলোচিত ক্যামিওর প্রশংসা করেছেন সবাই।  

‘লাল সিং চাড্ডা’ রবার্ট জেমেকিসের পরিচালনায় টম হ্যাঙ্কস অভিনীত হলিউড ক্লাসিক ‘ফরেস্ট গাম্প’-এর অনুপ্রেরণায় তৈরি। এতে আমিরের সঙ্গে অভিনয় করেছেন কারিনা কাপুর ও মোনা সিং। দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যের বলিউড অভিষেক হয়েছে সিনেমাটির মাধ্যমে।

সূত্র : হিন্দুস্তান টাইমস।

LEAVE A REPLY