১০ মাসের মধ্যে ক্রিমিয়ার সেই সেতু মেরামতের নির্দেশ

ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার সংযোগকারী সেতুটি গত ৮ অক্টোবর ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্থ হয়েছে।

আগামী বছরের জুলাই মাসের মধ্যে ঠিকাদারকে এটি পুরোপুরি মেরামতের নির্দেশ দিয়েছে রুশ সরকার। খবর বিবিসির।

রুশ বাহিনীর রসদ ইউক্রেনে পৌঁছানো হতো গুরুত্বপূর্ণ এ সেতুটি দিয়ে। গত শনিবার এতে জোড়া সেতুটির রেলসেতুটির ওপর একটি জ্বালানিবাহী ওয়াগনে ভয়বহ বিস্ফোরণ ঘটে।

এতে ঘটনাস্থলে ৩ জন নিহত এবং ১৯ কিলোমিটার দীর্ঘ সড়কসেতুর একটি অংশ সমুদ্রে বিধ্বস্ত হয়।  

১৯ কিলোমিটার দীর্ঘ সেতু দুটি (একটি সড়ক এবং অপরটি রেলসেতু) ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করেছে।

সেতুতে হামলার জন্য রাশিয়া ইউক্রেনকে দায়ী করে গত সোমবার থেকে কিয়েভসহ দেশটির ৪০টি শহরে ভয়াবহ হামলা চালিয়েছে।

বর্তমানে রাশিয়া থেকে ফেরিতে করে সামরিক সরঞ্জাম ও রসদ ইউক্রেনে পাঠানো হচ্ছে। এতে বেশ সময় ব্যয় হচ্ছে।

LEAVE A REPLY