ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘কনসার্ট ফর সাইবার অ্যাওয়ারন্যাস’ কাল

কনসার্ট ফর সাইবার এ্যাওয়ারন্যাস

শিক্ষার্থীদের মধ্যে সাইবার সচেতনতা বাড়াতে ‘কনসার্ট ফর সাইবার অ্যাওয়ারন্যাস’ আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগ। এই কনসার্টে অ্যাশেজ, চিরকুটসহ মোট তিনটি ব্যান্ড গান পরিবেশন করবেন৷ 

আগামীকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল মাঠে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল প্রিমিয়ার লীগ-২০২২ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও ‘কনসার্ট ফর সাইবার অ্যাওয়ারন্যাস’ কথা রয়েছে।

শিক্ষার্থীদের মধ্যে সাইবার সচেতনতা বাড়ানোর বার্তা দেওয়ার জন্য এই কনসার্টের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। কনসার্টটি সকলের জন্য উন্মুক্ত থাকবে বলেও জানান তারা৷ কনসার্টে গান পরিবেশন করবে অ্যাশেজ, চিরকুট, কৃষ্ণপক্ষ ব্যান্ড৷ একক গান পরিবেশন করবে দিলশাদ নাহার কনা ও ইমরান মাহমুদুল।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল হোসেনের সঞ্চালনা ও সভাপতি কামাল উদ্দিন রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সম্মানিত অতিথি হিসেবে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রহিম, বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব মোল্লা মো. আবু কাওছার, হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন সুমন, বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিৎ চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের উপস্থিত থাকার কথা রয়েছে।

LEAVE A REPLY