বাইডেনের সঙ্গে বৈঠকের প্রয়োজন দেখি না : পুতিন

ভ্লাদিমির পুতিন

নভেম্বরে ইন্দোনেশিয়ায় জি২০ জোটের শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনায় বসতে পারেন, এমন খবর কিছুদিন ধরে চাউর হয়েছে। শুক্রবার কাজাখস্তানে এ সম্পর্কে প্রশ্ন করা হয় পুতিনকে। জবাবে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের তাঁকে (বাইডেনকে) জিজ্ঞেস করতে হবে তিনি এমন বৈঠকের জন্য প্রস্তুত কি না। তবে সত্যি বলতে, আমি বৈঠকের প্রয়োজন দেখছি না।

পুতিন জানান, ইন্দোনেশিয়ার বৈঠকে তাঁর উপস্থিতির বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে রাশিয়া অবশ্যই অংশ নেবে।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, পুতিনের সঙ্গে জাকার্তায় সাক্ষাতের ইচ্ছা তাঁর নেই। তবে বৈঠকের সম্ভাবনা উড়িয়েও দেননি তিনি।

কিয়েভে সরকার পতনের প্রচেষ্টা ব্যর্থ হওয়া এবং গত কয়েক সপ্তাহে অধিকৃত বড় ভূখণ্ড হারানোর পরও ইউক্রেন অভিযান সঠিকভাবেই চলছে বলে মন্তব্য করেছেন রুশ রাষ্ট্রপ্রধান পুতিন। তিনি বলেন, ‘আজ যা ঘটছে তা সুখকর নয়। ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ না করলেও আমরা একই পরিস্থিতিতে থাকতাম। পরিস্থিতি আমাদের জন্য আরো খারাপ হতো। তাই আমরা যা করছি, ঠিকই করছি। ’

যুদ্ধ পরিস্থিতি

এদিকে ইউক্রেনীয় বাহিনীর অগ্রাভিযানের মুখে খেরসনের মস্কোপন্থী প্রশাসন নিরাপত্তার খাতিরে বেসামরিক বাসিন্দাদের এলাকা ছাড়ার পরামর্শ দিয়েছেন।

অধিকৃত অঞ্চলটিতে রাশিয়ার নিয়ন্ত্রণ যে দুর্বল হচ্ছে, বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার পরামর্শ তারই ইঙ্গিত বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

এক ভিডিও বার্তায় খেরসনের মস্কোপন্থী প্রশাসনের প্রধান ভ্লাদিমির সালদো বলেন, ‘খেরসন অঞ্চলের সব বাসিন্দাকে আমরা পরামর্শ দিচ্ছি, যদি তারা ক্ষেপণাস্ত্র হামলা থেকে নিজেদের সুরক্ষিত রাখতে চায়, তাহলে অন্য এলাকায় যেতে পারে। লোকজনের উচিত তাদের সন্তানদের নিয়ে চলে যাওয়া। ’ বিশেষ করে পশ্চিমাঞ্চলীয় শহরগুলোর উদ্দেশ্যে এ বার্তা দেওয়া হয়েছে। সূত্র : এএফপি ও রয়টার্স

LEAVE A REPLY