নৌপুলিশ-জেলে সংঘর্ষে আহত ১৫

ভোলায় জেলেদের সঙ্গে নৌপুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ ১৫ জন আহত হয়েছেন।

শনিবার ভোরে রাজাপুর ও মেহেন্দীগঞ্জ সীমানার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা ইলিশ শিকার করায় ভোরে পুলিশ অভিযানে যায়। এ সময় জেলেরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশও পালটা গুলি ছোড়ে। এ সময় উভয়পক্ষে সংঘর্ষে দুই পুলিশ কর্মকর্তাসহ আহত হন অন্তত ১৫ জন। 

এদের মধ্যে কালীগঞ্জ দেওয়ানবাড়ি এলাকার সেলিম দেওয়ানের ছেলে বিল্লাল হাসান, একই উপজেলার জালিয়ারচর এলাকার সাত্তার গাইনের ছেলে মো. রুবেলসহ গুলিবিদ্ধ হয়েছেন বেশ কয়েকজন। তাদের দুজনকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। 

পরে ওই এলাকার আশপাশ থেকে ১৮ জেলেকে আটক করা হয়। তাদের সবার বাড়ি মেহেন্দীগঞ্জ এলাকায়। 

নৌপুলিশের ওসি আক্তার হোসেন জানান, কয়েকজন জেলেকে আটক করার খবরে চারপাশ থেকে জেলেরা এসে পুলিশের ওপর হামলা চালান। এ সময় এসআই গালিব ও এসআই বিল্লাল হোসেন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড শটগানের গুলি ছোড়া হয়। এতে তারা আরও ক্ষিপ্ত হয়ে উঠেন।

LEAVE A REPLY