শান্তিরক্ষা মিশনে নিহত শরিফের দাফন সম্পন্ন

শান্তিরক্ষা মিশনে নিহত সৈনিক মো. শরীফ হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বাদ জোহর গ্রামের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার বেড়া খারুয়া কবরস্থানের পাশের মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে দাফন করা হয়। 

এর আগে দুপুর সোয়া ১টায় আর্মি ওয়েল ফেয়ার ট্রাস্ট্রের একটি শীতাতপ নিয়ন্ত্রিত লাশবাহী গাড়িতে সেনাবাহিনীর হেডকোয়ার্টার থেকে শরীফের কফিন গ্রামের বাড়ি বেড়া খারুয়ায় এসে পৌঁছায়। এ সময় অপেক্ষমাণ জনতা, স্বজনসহ সবার মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। 

এ সময় জাতীয় ও সেনাবাহিনীর পতাকা মোড়ানো কফিন গ্রহন করেন শহিদ শরীফের পিতা লেবু তালুকদার। তার পরিবারের অন্য সদস্য ও স্বজনসহ এলাকাবাসী এ সময় উপস্থিত ছিলেন। কফিনে ছেলের মুখ দেখে মা পাঞ্জুআরা বারবার মূর্ছা যাচ্ছিলেন। এ সময় শরিফের স্ত্রী, ভাই  ও বোন কান্নায় ভেঙে পড়েন। তাদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠে। 

শরিফের বাড়িতে তার মা-বাবা, স্ত্রী, ভাই- বোনসহ স্বজনদের সান্তনা দেন সেনাবাহিনীর অফিসাররা। এ সময় সেনা প্রধানের পক্ষ থেকে নগদ ১ লাখ টাকা দেওয়া হয়। এর আগেও ১ লাখ টাকা দেওয়া হয়েছিল। এছাড়া শান্তিরক্ষা সম্মাননা স্মারকসহ সেনাপ্রধানের পক্ষ থেকে সম্মাননাপত্র তুলে দেওয়া হয়। তাছাড়া শান্তিরক্ষা মিশনে শরীফের ব্যবহৃত সব কাপড়-চোপড়সহ প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করা হয়।

বেলা ২টা ৩০ মিনিটে জানাজা পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বেলকুচি উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, থানার ওসি তাজমিলুর রহমান, পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, স্থানীয় এমপির ব্যক্তিগত সহকারী সেলিম সরকার, উপজেলা নির্বাচন অফিসার রায়হান কুদ্দুস, গ্রামবাসির পক্ষে বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান মাখন, পরিবারের পক্ষে মাহদুল হাসান শান্ত ও এক্সসোলজারস অ্যাসোসিয়েশনের বেলকুচি উপজেলা সভাপতি সার্জেন্ট (অব) আইয়ুব আলীসহ গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।

উল্লেখ্য, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার সময় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে নিহত জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী সদস্য বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক শরীফ তিন ভাইবোনের মধ্যে সবার বড়। বেলকুচির আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করার পর গত ২০১৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন। গত বছর ডিসেম্বর জাতিসংঘ মিশনে যান।

LEAVE A REPLY