বেলারুশ-রাশিয়া যৌথ বাহিনীতে থাকবে ৯ হাজার রুশ সেনা

বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, রাশিয়া-বেলারুশের সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীতে ৯ হাজার রুশ সেনা এবং ১৭০টি ট্যাংক পাঠানো হবে।

বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো গত সপ্তাহে যৌথ বাহিনী গঠনের ঘোষণা দেন। 

তিনি ওই সময় জানান, ইউক্রেন বেলারুশে হামলা করার প্রস্তুতি নিচ্ছে। এর জবাবে যৌথ বাহিনী গঠন করা হবে। এসব সেনারা বেলারুশকে ইউক্রেনের আক্রমণ থেকে রক্ষা করবে।

লুকাশেঙ্কো ইউক্রেনের বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছেন এর পক্ষে কোনো প্রমাণ দেখাননি। কিন্তু তিনি বার বার বলছেন বেলারুশে হামলার প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। 

বেলারুশে আবারও রুশ সেনাদের জড়ো করার বিষয়ে উদ্বেগ জানিয়েছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি  আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন করেছেন, বেলারুশ যৌথ বাহিনী গঠনের নামে সীমান্তে কি ধরনের কার্যক্রম চালাবে সেটি পর্যব্ক্ষেণ করতে যেন জাতিসংঘের শান্তি মিশনের একটি দলকে পাঠানো হয়। 

সূত্র: আল জাজিরা 

LEAVE A REPLY