বিটিএস সদস্যরা যুক্ত হচ্ছেন কোরিয়ান সামরিক পরিষেবায়

কোরিয়ান পপ সঙ্গীতের বহুল জনপ্রিয় ব্যান্ড দল বিটিএসের সাত সদস্য এবার সামরিক সেবা দেওয়ার পরিকল্পনা করছেন। বিগহিট মিউজিক সোমবার এ তথ্য নিশ্চিত করেছে। আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী দলের সবচেয়ে বয়স্ক সদস্য জিন প্রথম তালিকাভুক্ত হবেন। এ মাসের শেষে তার প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।

দক্ষিণ কোরিয়ায় পুরুষদের জন্য সামরিক পরিষেবা বাধ্যতামূলক। দেশটিতে শারীরিক ভাবে সক্ষম সব পুরুষদের ২৮ বছর বয়সের মধ্যে ১৮ মাস সেনাবাহিনীতে চাকরি করতে হয়। তবে পপ তারকাদের মধ্যে যারা ‘জনপ্রিয় সংস্কৃতি এবং শিল্পে পারদর্শী’ তাদের ৩০ বছর বয়স পর্যন্ত এ বাধ্যবাধকতা পিছিয়ে দেওয়ার অনুমতি দিতে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট ২০২০ সালে একটি বিল পাস করে।

ধারণা করা হচ্ছে, এ পদক্ষেপের ফলে ব্যান্ড দলটি সাময়িকভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে। বিগ হিট মিউজিক জানিয়েছে, ২০২৫ সালের দিকে বিটিএস ব্যান্ড দলের সদস্যরা পুনরায় মিলিত হবে বলে আশা করা হচ্ছে।

বিগহিট জানিয়েছে, ব্যান্ড দলটি সামরিক পরিষেবায় সময় দেওয়াকে দেশের চাহিদা এবং সুস্থ যুবকদের সম্মান করা হিসেবে দেখছে। তারা মনে করছে এখনই এ সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত সময়।

এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বিটিএস সদস্য জিন অক্টোবরের শেষে তার একক গান প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রক্রিয়া শুরু করবেন। তারপর তিনি কোরিয়ান সরকারের তালিকাভুক্তি পদ্ধতি অনুসরণ করবেন। এ ছাড়া দলের অন্যান্য সদস্যরা তাদের নিজেদের পরিকল্পনা অনুযায়ী সামরিক পরিষেবায় যুক্ত হবেন। ‘

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশটির দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আগস্টে বলেছিলেন যে বিটিএস সামরিক বাহিনীতে কাজ করার সময়ও বিদেশে কাজ করতে সক্ষম হতে পারে।

সূত্র : সিএনএন

LEAVE A REPLY