প্রস্তুতি ম্যাচ থেকে এবার শিক্ষামূলক কিছু পায়নি বাংলাদেশ

ছবি : টুইটার

অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে নাকানি চোবানি খেয়েছে বাংলাদেশ। প্রতিটি ম্যাচে পরাজয়ের পর নানা গল্প শোনা যায়।  চূড়ান্ত ব্যর্থ হয়েও বেশিরভাগ সময়ই ‘ইতিবাচক বিষয়’ কিংবা ‘শিক্ষামুলক বিষয়’ খুঁজে আনা হয়। তবে আফগানদের কাছে অসহায় আত্মসমর্পণের পর মোসাদ্দেক হোসেন বলতে বাধ্য হলেন, এই ম্যাচ থেকে তাদের কোনো প্রাপ্তি নেই।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মোসাদ্দেক বলেন, ‘বলতে গেলে অনেক কিছুই বলা যায়। সর্বশেষ সিরিজে আমরা জিততে পারিনি। এখানে এসে প্রস্তুতি ম্যাচও জিততে পারিনি। হারতে থাকলে অনেক কিছুই বের হয়ে আসে যে- অনেক সমস্যা। এভাবে চিন্তা করলে অনেক কিছুই আসে। তবে যদি আমরা ইতিবাচক চিন্তা করি, তাহলে বলব এই ম্যাচে ইতিবাচক কিছুই ছিল না। তবে আগের সিরিজটাতে ইতিবাচক অনেক কিছু ছিল। দল হিসেবে আমি মনে করি যে আমরা উন্নতি করছি। ‘

দলের টপ অর্ডারের সমস্যা অনেকদিনের। বহু পরীক্ষা নিরীক্ষার পরও কাজ হয়নি। প্রস্তুতি ম্যাচে সৌম্য-শান্ত দুজনেই ব্যর্থ হয়েছেন। টপ অর্ডারের এই সমস্যা দ্রুতই সমাধান হবে বলে আশা মোসাদ্দেকের, ‘আমি মনে করি, আমাদের দলে যে ক্রিকেটাররা আছে, সবাই নিজেদের ভূমিকা নিয়ে পরিষ্কার। এখন কারা খেলবে বা খেলবে না, এটা সিদ্ধান্ত নেবেন অধিনায়ক বা টিম ম্যানেজমেন্ট। তবে আমি মনে করি, আমাদের টপ অর্ডার থেকে কেউ যদি পরিকল্পনার বাস্তবায়ন করতে পারে, তাহলে দলের চেহারা বদলে যাবে। ‘

LEAVE A REPLY