রাজনীতিতে নামতে চান না গ্রেটা থুনবার্গ

সুইডেনের পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ বলেছেন, তিনি রাজনীতিতে নামতে চান না। কারণ হিসেবে বলেছেন, রাজনীতি একেবারে বিষিয়ে গেছে।

১৯ বছর বয়সী গ্রেটা বলেছেন, প্রয়োজনীয় পরিবর্তনগুলো শুধু তখনই আসবে, যদি বাইরে থেকে জনসাধারণের পর্যাপ্ত চাপ থাকে। আর সেটি আমরা তৈরি করছি।

গ্রেটা আরো বলেছেন, তিনি কখনোই বিশ্বব্যাপী আন্দোলনের মুখ হতে চাননি। এটা অনেক বড় দায়িত্ব বলে মনে করেন তিনি।

kalerkantho

জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনের পক্ষগুলোর ২৭তম সম্মেলন (কপ২৭) চলতি বছরের ৬ থেকে ১৮ নভেম্বর মিসরে আয়োজন করা হবে। বিবিসি জানিয়েছে, গ্রেটা থুনবার্গ সেখানে অনুপস্থিত থাকবেন।

গ্রেটা থুনবার্গ এ ব্যাপারে বলেছেন, সেখানে আমার (উপস্থিত থাকার) দরকার নেই। (বিশ্বের) সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে অন্যান্য ব্যক্তি উপস্থিত থাকবেন। আমি মনে করি, তাদের কণ্ঠস্বর সেখানে বেশি গুরুত্বপূর্ণ।
সূত্র : বিবিসি।

LEAVE A REPLY