রাজশাহীতে হচ্ছে মডেল কৃষক বিদ্যালয়

গ্রামীণ কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সমন্বিত মডেল ফার্মার স্কুল প্রতিষ্ঠা করবে সিনজেনটা বাংলাদেশ লিমিটেড। সময়োপযোগী জ্ঞানের মাধ্যমে কৃষক সম্প্রদায়ের সক্ষমতা বৃদ্ধি করার উদ্দেশ্যে এ কার্যক্রম হাতে নিয়ে প্রতিষ্ঠানটি।

এ লক্ষে সম্প্রতি সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের সঙ্গে রাজশাহীর চারঘাটা উপজেলার ৩ নং সরদহ ইউনিয়ন পরিষদের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এতে সাক্ষর করেন সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হেদায়েত উল্লাহ এবং রাজশাহীর চারঘাটা উপজেলার ৩ নং সরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. হাসানুজ্জামান (মধু)।

বিজ্ঞাপন

শিগগিরই এ বিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে বলে সমঝোতা স্মারক অনুষ্ঠানে জানানো হয়।

LEAVE A REPLY