রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ায় রুশ সেনাদের ইরানি ড্রোন বিশেষজ্ঞরা প্রশিক্ষণ দিচ্ছে বলে মার্কিন সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে।
মঙ্গলবার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়, ইউক্রেনের কাছ থেকে দখল করে নেওয়া ক্রিমিয়া অঞ্চলের একটি ঘাঁটিতে ইরান থেকে আনা ড্রোন বিশেষজ্ঞরা রুশ সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে। খবর আনাদোলুর।
ইরান থেকে রাশিয়ার ক্রয় করা ড্রোন পরিচালনার জন্য তেহরান থেকে এসব সামরিক কর্মকর্তাকে ক্রিমিয়ায় পাঠানো হয়েছে বলে পত্রিকাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইরানের র্যাবুলেশনারি গার্ডের (আইআরজিসি) বিশেষ ইউনিট থেকে এসব ড্রোন বিশেষজ্ঞ পাঠানো হয়েছে।
নিউইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনে সাবেক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ খবর প্রকাশ করা হয়েছে।
ইরান সম্প্রতি রাশিয়াকে অত্যাধুনিক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে বলে অভিযোগ করে আসছে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র ।
এসব ইরানি অস্ত্র ব্যবহারের জন্য প্রশিক্ষণ নিতে রুশ সেনাদের তেহরান পাঠানো হয়েছিল। কিন্তু সম্প্রতি বেশ কিছু ড্রোন ইউক্রেন ভূপাতিত করায় ইরান তাদের বিশেষজ্ঞদের ক্রিমিয়ায় পাঠিয়ে হাতে-কলমে রুশ সেনাদের প্রশিক্ষণ দিতে চাইছে।
কীভাবে ড্রোন দিয়ে নিখুঁত হামলা চালাতে হয়, এ প্রশিক্ষণ দিতে তেহরান থেকে এসব বিশেষজ্ঞ পাঠানো হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
তবে ইরান বরাবরই পশ্চিমাদের এসব দাবি প্রত্যাখ্যান করে আসছে।