বিটিএস তারকা জিনের একক সংগীত ‘দ্য অ্যাস্ট্রোনট’

বিটিএস তারকা জিন

কোরিয়ান জনপ্রিয় ব্যান্ড ‘বিটিএস’-এর সদস্য, কে-পপ গায়ক জিন আগামী সপ্তাহে তাঁর প্রথম অফিশিয়াল একক সংগীত প্রকাশ করতে যাচ্ছেন। সাত সদস্যের ব্যান্ড সংস্থা বুধবার (১৯ অক্টোবর) জানিয়েছে যে এই সপ্তাহের ঘোষণার পর জিন শিগগিরই সামরিক দায়িত্ব পালনে নিজেকে নিয়োজিত করবেন।

kalerkantho

‘দ্য অ্যাস্ট্রোনট’ শিরোনামের গানটি ২৮ অক্টোবর দুপুর ১টায় প্রকাশিত হবে। বুধবারের পরে প্রি-অর্ডার শুরু হবে গানটির।

বিগ হিট মিউজিক এক বিবৃতিতে জানিয়েছে, ‘যেহেতু এটি ভক্তদের জন্য ও ভক্তদের প্রতি ভালোবাসার উপহার হিসেবে তৈরি একটি গান, আমরা আশা করছি ‘দ্য অ্যাস্ট্রোনট’ আপনাদের সবাইকে মুগ্ধ করবে। ’

বিগ হিটের মালিক ও ব্যান্ডের ব্যবস্থাপনা গ্রুপ ‘হাইবে’ সোমবার (১৭ অক্টোবর) বলেছে যে জিন অক্টোবরের শেষের দিকে সেনাবাহিনীতে তাঁর তালিকাভুক্তি কিছুটা বিলম্বিত করার অনুরোধ করলে সেটি বাতিল হয়ে যায়। এরপর জিনের এই ঘোষণাটি এসেছে। অন্য তরুণ ব্যান্ড সদস্যরাও সেনাবাহিনীতে তাদের বাধ্যতামূলক পরিষেবা দেওয়ার পরিকল্পনা করেছেন।

kalerkantho

বিটিএস

জুন মাসে, বিটিএস সদস্যরা তাদের একক প্রকল্পগুলো শেষ করার জন্য ব্যান্ডের কার্যক্রম থেকে বিরতি ঘোষণা করেছিল। তবে বন্দর শহরে ওয়ার্ল্ড এক্সপো ২০৩০ আয়োজনের জন্য দক্ষিণ কোরিয়ার বিডের সমর্থনে বুসান শহরে একটি বিনা মূল্যে কনসার্ট করতে শনিবার পুনরায় একত্রিত হয়েছিল বিটিএস।

দক্ষিণ কোরিয়ায় পুরুষদের জন্য সামরিক পরিষেবা বাধ্যতামূলক। দেশটিতে শারীরিকভাবে সক্ষম সব পুরুষের ২৮ বছর বয়সের মধ্যে ১৮ মাস সেনাবাহিনীতে চাকরি করতে হয়। তবে পপ তারকাদের মধ্যে যারা ‘জনপ্রিয় সংস্কৃতি এবং শিল্পে পারদর্শী’, তাদের ৩০ বছর বয়স পর্যন্ত এ বাধ্যবাধকতা পিছিয়ে দেওয়ার অনুমতি দিতে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট ২০২০ সালে একটি বিল পাস করে।

বিগ হিট মিউজিক জানিয়েছে, ২০২৫ সালের দিকে বিটিএস ব্যান্ড দলের সদস্যরা আবার মিলিত হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

LEAVE A REPLY