টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন যারা

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২

গত ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ায় পর্দা ওঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের। বিশ্বকাপ শুরুর পর দেখা দেয় চোটের দীর্ঘ মিছিল। শ্রীলঙ্কার দিলশান মাদুশঙ্কা ও দুশমন্ত চামিরার পর বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ইংল্যান্ডের রিস টপলি। এছাড়া, অস্ট্রেলিয়া শিবিরেও দেখা দিয়েছে চোটের ছোবল। গলফ ক্লাবের আঘাতে ডান হাত কেটে গেছে উইকেটকিপার-ব্যাটসম্যান জশ ইংলিসের।

গত সোমবার ব্রিসবেনে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের আগে অনুশীলনের সময়ে অ্যাঙ্কেলে চোট পান ইংল্যান্ডের রিস টপলি। সে চোটই কাল হলো এই পেসারের জন্য।

ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) এক মুখপাত্র জানান, টপলিকে এ সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে। তবে স্ক্যান রিপোর্টে দেখা যায়, অস্ত্রোপচারই লাগবে টপলির। শুধু বিশ্বকাপ নয়, টপলির মাঠের বাইরে থাকতে হতে পারে আরো অনেক দিন। এ ব্যাপারে অবশ্য এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ইসিবি। ক্যারিয়ারজুড়ে চোটের সঙ্গে লড়াই করা টপলি চলতি বছরে দারুণ ছন্দে ছিলেন।

চলতি বছর ক্রিকেটের ছোট সংস্করণে নিয়েছেন ১৭ উইকেট। ওয়ানডে ক্রিকেটে নিয়েছিলেন ৭ ম্যাচে ১৩ উইকেট। বিশ্বকাপেও ইংল্যান্ডের নিয়মিত একাদশে থাকার ভালো সম্ভাবনা ছিল তার।

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার দ্বিতীয় পর্বে যাওয়ার সম্ভাবনা এখনো টিকে রয়েছে। প্রথম ম্যাচে নামিবিয়ার কাছে হারলেও পরের ম্যাচেই সংযুক্ত আরব আমিরাতকে বিধ্বস্ত করে রানরেট বাড়িয়ে নিয়েছে লঙ্কানরা। গ্রুপের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে হারাতেই হবে তাদের। গুরুত্বপূর্ণ সে ম্যাচে লঙ্কানরা পাবে না দলের পেস আক্রমণের সেরা অস্ত্র দুশমন্ত চামিরাকে। ক্রিকবাজ এর প্রতিবেদন, শুধু এই ম্যাচ নয়, কাফের (পায়ে) ইনজুরিতে বিশ্বকাপই শেষ হয়ে গেছে চামিরার।

এদিকে অস্ট্রেলিয়া জাতীয় দলে এখনো জায়গা পাকা হয়নি জশ ইংলিসের। তারপরও ভাগ্য সুপ্রসন্ন হলে বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ হয়ে যেতে পারত তার। কিন্তু ক্রিকেটের অভিযানে নামার আগে গলফ খেলতে গিয়ে বাধিয়েছেন বিপত্তি। ডান হাত কেটে গেছে তার। ফলে তার বিশ্বকাপ দলে থাকা নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। চোটের অবস্থা কতটা গুরুতর, সেরে উঠতে কতটা সময় লাগবে-এসব কিছুই এখনো জানা যায়নি। গত ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর এখন পর্যন্ত এই সংস্করণে ৯টি ম্যাচ খেলেছেন তিনি।

এবারের বিশ্বকাপ ঘিরে গলফ খেলতে গিয়ে কোনো ক্রিকেটারের বিপাকে পড়ার ঘটনা এই প্রথম নয়। ইংল্যান্ড যেদিন বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে, সেদিনই গলফ খেলতে গিয়ে বেকায়দায় পিছলে পড়ে অ্যাঙ্কেলে মারাত্মক আঘাত পান অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। তাতে বিশ্বকাপ দল থেকে ছিটকে যান তিনি।

LEAVE A REPLY