যুক্তরাজ্যের বিমানের কাছে মিসাইল ছুঁড়েছিল রাশিয়া

আন্তর্জাতিক আকাশসীমায় টহল দেওয়ার সময় গত ২৯ সেপ্টেম্বর যুক্তরাজ্যের একটি বিমানের কাছে মিসাইল ছুঁড়েছিল রাশিয়ার যুদ্ধবিমান। বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এমন তথ্য জানান। 

বেন ওয়ালেস সংসদে বলেন, এ ঘটনার পর টহল কার্যক্রম বাতিল করে যুক্তরাজ্য। এরপর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে এটি জানানো হয়।

ব্রিটিশ মন্ত্রীর জবাবে রাশিয়া বলেছিল, বিমানে কারিগরি ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছিল।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, এরপর যুক্তরাজ্য আবার তাদের টহল শুরু করেছে। তবে নিরাপত্তার জন্য সঙ্গে নেওয়া হয়েছে যুদ্ধবিমান।

এদিকে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর ইউরোপের দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য রাশিয়ার বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব হয়েছে। তারা ইউক্রেনকে অত্যাধুনিক অস্ত্র সহায়তা দিয়েছে। 

যুক্তরাজ্যের দুই সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন এবং লিজ ট্রাস দুইজনই ইউক্রেনকে সহায়তা দেওয়ার ব্যাপারে সরব ছিলেন। এমনকি তারা দুইজন প্রকাশ্যে রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দিয়েছিলেন। 

সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY