বাঁধ উড়িয়ে দেওয়ার ছক কষছে রাশিয়া : জেলেনস্কি

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে একটি পানিবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ রাশিয়া উড়িয়ে দেওয়ার ছক কষছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি সতর্ক করে দিয়ে বলেছেন, ওই বাঁধ উড়িয়ে দেওয়া হলে ‘বড় ধরনের বিপর্যয়’ ঘটবে।

বৃহস্পতিবার রাতে দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেনের তথ্যানুযায়ী- দনিপার নদীর কাখোভকা বাঁধটি রুশ বাহিনী খনন করেছিল।

বিবিসি জানিয়েছে, বাঁধটি এখন রাশিয়ার দখলে রয়েছে।

তবে ইউক্রেনীয় বাহিনী বাঁধটির কাছে অগ্রসর হচ্ছে। জেলেনস্কি বলেছেন, রুশ বাহিনী নোভা কাখোভকা বাঁধের ভেতরের দিকে বিস্ফােরক পেতে রেখেছে। ওই বাঁধ তারা উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে।

তিনি আরো বলেছেন, বাঁধটি ধ্বংস করে দেওয়া হলে ইউক্রেনের দক্ষিণের বেশির ভাগ অঞ্চলে পানি সরবরাহ বন্ধ হয়ে যাবে এবং ইউরোপের সবচেয়ে বড় জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রের শীতলীকরণ ব্যবস্থায় ব্যাঘাত ঘটবে।

বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, বিশ্বের প্রত্যেকেরই খুব দ্রুত এবং শক্তিশালীভাবে রাশিয়ার এই সন্ত্রাসী হামলা ঠেকাতে তৎপর হওয়া উচিত।
সূত্র : বিবিসি।

LEAVE A REPLY