পানি না থাকায় ঢাকায় বালতি হাতে মিছিল

সংগৃহীত ছবি

বাসায় পানি না থাকায় বালতি হাতে মিছিল করেছে সিদ্ধেশ্বরী সার্কুলার রোডের বাসিন্দারা। আজ শনিবার সকাল ১০টার দিকে তারা মিছিল করেন। শুরুতে আলাদা আলাদা প্রতিবাদ করলেও পরে সবাই এক হয়ে খালি বালতি নিয়ে ‘পানি নাই, পানি চাই’, ‘ওয়াসার কাছে জবাব চাই’ স্লোগান দিতে শুরু করেন। ১৫ মিনিটের মতো প্রতিবাদ জানিয়ে মিছিল শেষ করেন বাসিন্দারা।

বাসিন্দারা অভিযোগ করে জানান, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড এলাকায় পানির জন্য হাহাকার চলছে। গত বুধবার থেকে পানি না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে এখানকার বাসিন্দারা। এলাকাবাসী বলছেন, বুধবার হঠাৎ পানি আসা বন্ধ হয়ে যায়। তাই খাওয়া কিংবা রান্না করার জন্য পানি কিনতে হচ্ছে। এ নিয়ে ওয়াসার সঙ্গে যোগাযোগও করেছে তারা। ওয়াসা থেকে আশ্বস্ত করা হয়েছে।

বলা হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে পানি চলে আসবে। এরই মধ্যে আরো দুই দিন পেরিয়ে গেছে কিন্তু পানি আসেনি।

এ বিষয়ে ওয়াসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, লোড শেডিংয়ের কারণে ওই এলাকায় পানি সর্বরাহে বিঘ্ন ঘটেছে। তবে ট্রাকে করে যারা অভিযোগ করছেন তাদের বাসার সামনে পানি পাঠানো হচ্ছে। শনিবার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে।

LEAVE A REPLY