গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব শুরু আজ

ফাইল ছবি

করোনায় আর সবকিছুর মতো সাংস্কৃতিক অঙ্গনও থমকে গিয়েছিল। সেই সঙ্গে দুই বঙ্গের সম্মিলিত প্রতিধ্বনি গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবও থমকে ছিল গত দু’বছর। পরিস্থিতির উন্নতি হওয়ায় চার হাজার শিল্পীর অংশগ্রহণে বাংলাদেশ-ভারতের ১২২টি সাংস্কৃতিক দলের অংশগ্রহণে আজ শুক্রবার ঢাকায় শুরু হচ্ছে ১১ দিনের গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব।

দশমবারের মতো এ উৎসবের আয়োজন করেছে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব-২০২২ উদযাপন পর্ষদ। বাংলাদেশের পাশাপাশি ভারতের পাঁচটি দল এই উৎসবে অংশগ্রহণ করছে। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল, সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তন ও বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে একযোগে অনুষ্ঠিত হবে উৎসবের কার্যক্রম।

বর্ণাঢ্য এ উৎসবের উদ্বোধন করবেন নাট্যজন আতাউর রহমান। এতে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। আরো অতিথি থাকবেন সংস্কৃতিজন রামেন্দু মজুমদার, আসাদুজ্জামান নূর, মামুনুর রশীদ, নাসিরউদ্দিন ইউসুফ, লিয়াকত আলী লাকী, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ্ আলম সারোয়ার এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উৎসব পর্ষদের আহ্বায়ক গোলাম কুদ্দুছ। এবারের উৎসবে নাটক, কবিতা, নাচ, গান, আবৃত্তিতে অংশ নেবেন শিল্পীরা। জাতীয় নাট্যশালায় ওয়ার্দা রিহাবের পরিচালনায় উদ্বোধনী নৃত্য পরিবেশন করবে নর্তনালয়।

উৎসবে আসছেন ওপার বাংলার বিখ্যাত অভিনেতা গৌতম হালদার। আগামী ২৭ অক্টোবর পশ্চিমবঙ্গের নয়ে নাটুয়া প্রযোজিত ‘মরমিয়া মন’ নাটকে তিনি পারফর্ম করবেন এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। আগামী ২৮ অক্টোবর গৌতম হালদার অভিনীত ‘নকশি কাঁথার মাঠ’ ও ২৯ অক্টোবর ‘বড়দা বড়দা’ মঞ্চস্থ হবে জাতীয় নাট্যশালার মূল

হলে। আয়োজকরা জানিয়েছেন, গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবে ভারত ও বাংলাদেশের মোট ১১১টি দল অংশগ্রহণ করবে। উন্মুক্ত মঞ্চের সাংস্কৃতিক পর্ব প্রতিদিন বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলবে এবং প্রতিদিন সন্ধ্যা ৭টায় শুরু হবে মঞ্চনাটক। সংস্কৃতি মন্ত্রণালয়, শিল্পকলা একাডেমি এবং আইএফআইসি ব্যাংকের সহযোগিতায় এ উৎসব উদযাপিত হবে। ৩১ অক্টোবর শেষ হবে ১১ দিনের এই উৎসব।

LEAVE A REPLY