শাহরুখ খান ও সুহানা খান
দীপাবলি উপলক্ষে শাড়ি পরে সবাইকে চমকে দিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খানের কন্যা সুহানা খান। শনিবার (২২ অক্টোবর) মুম্বাইয়ে ডিজাইনার মনীশ মালহোত্রার দীপাবলি পার্টি থেকে তাঁর শাড়ি পরা লুকের নতুন ছবিতে ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সুহানার নতুন লুক যে শুধু তাঁর ভক্ত-অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করেছে তা নয়, বাবা-মা শাহরুখ খান এবং গৌরী খানের কাছ থেকেও দারুণ প্রশংসা পেয়েছেন সুহানা।
ছবিতে সুহানাকে একটি স্প্যাগেটি-স্ট্র্যাপ ব্লাউজের সঙ্গে স্বর্ণালি রঙের শাড়ি পরা অবস্থায় দেখা গেছে।
শাড়ির আঁচল ধরে রেখে ক্যামেরায় পোজ দিয়েছেন তিনি। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটি শেয়ার করে তিনি ডিজাইনার মনীশ মালহোত্রাকেও ট্যাগ করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি শেয়ার হওয়ামাত্র ব্যাপক ভাইরাল হয়ে যায় মুহূর্তেই। ছবিটিতে শাহরুখ খান সুহানার প্রতি স্নেহ জানিয়ে মন্তব্য করেছেন, ‘যে গতিতে ওরা বেড়ে ওঠে, সেটা সময়ের নিয়মকে বদলে দেয়। ’ এরপর তিনি আরো লেখেন, ‘খুবই মার্জিত এবং সুন্দর হয়েছে। শাড়িটা কি তুমি পরেছ?’ বাবার মন্তব্যের উত্তরে সুহানা লিখেছেন, ‘মা শাড়ি পরিয়ে দিয়েছে। ’
এদিকে সুহানার ছবিটিতে বলিউডের অন্য তারকারাও মন্তব্য করেছেন। সবাই প্রশংসায় ভাসাচ্ছেন তাকে। সুহানার বন্ধু অনন্যা পাণ্ডে লিখেছেন, ‘তুমি সত্যিই খুব ভালো। ’ মাসাবা গুপ্তা সুহানাকে ‘সুন্দরী’ বলেছেন ও শ্বেতা বচ্চন নন্দা তাকে ‘চমৎকার’ বলে প্রশংসা করেছেন। ঘনিষ্ঠ বন্ধু শানায়া প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘তোমার থেকে চোখ সরাতে পারছি না!’
বাবা-মার সঙ্গে সুহানা খান
সুহানা খান তার বন্ধুদের সঙ্গে মনীশ মালহোত্রার বাড়িতে পার্টিতে যোগ দিয়েছিলেন। তাঁর সঙ্গে আরো ছিলেন অনন্যা পাণ্ডে, নভ্যা নাভেলি নন্দা, শানায়া কাপুর এবং জাহ্নবী কাপুর। পার্টিতে তাঁর কয়েকটি ভিডিও অনলাইনে প্রকাশের পর অনেক ভক্ত দীপিকা পাড়ুকোনের সঙ্গেও তুলনা করেছেন তাকে।
একজন ভক্ত তাকে ‘পরবর্তী দীপিকা পাড়ুকোন’ বলে ডেকেছেন। অন্য একজন বলেছেন, ‘সে দেখতে ডিপির (দীপিকা) মতো। ’ আরো একজন ভক্ত বলেছেন, ‘এক সেকেন্ডের জন্য আমি ভেবেছিলাম এটি দীপিকা!’
খুব শিগগির বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন সুহানা খান। জোয়া আখতারের ‘আর্চি’র মাধ্যমে পর্দায় আসতে যাচ্ছেন তিনি।
সূত্র : হিন্দুস্তান টাইমস।