পার্টির কংগ্রেস শেষ: শি চিনপিংয়ের ক্ষমতা আরো পোক্ত

প্রেসিডেন্ট শি চিনপিং- ছবি: এএফপি

চীনা কমিউনিস্ট পার্টির ২০তম কংগ্রেস শনিবার শেষ হয়েছে। প্রত্যাশা মতোই এতে দলীয় সংবিধান সংশোধন করে দলের সাধারণ সম্পাদক তথা দেশের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের (৬৯) ক্ষমতা বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া তাইওয়ানের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিউনিস্ট পার্টির প্রায় ২০০ জ্যেষ্ঠ নেতাকে নিয়ে দলের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

রবিবার কেন্দ্রীয় কমিটির প্রথম সভায় দলের সাধারণ সম্পাদক হিসেবে চিনপিংয়ের নাম ঘোষণা করা হতে পারে।

 বিশ্লেষকরা বলছেন, এর ফলে তৃতীয়বারের মতো চীনের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন চিনপিং। দেশটিতে এই বিষয় নজিরবিহীন।

প্রতি পাঁচ বছর পর পর চীনের একমাত্র রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টির কংগ্রেস হয়ে থাকে। এবার বেইজিংয়ে সপ্তাহব্যাপী কংগ্রেস শেষে বেশ কিছু রদবদল করা হয়েছে। নতুন কমিটিতে জায়গা হারিয়েছেন প্রধানমন্ত্রী লি কেকিয়াং (৬৭) ও ওয়াং ইয়াং (৬৭)।

চীনের কমিউনিস্ট পার্টি প্রধানের আনুষ্ঠানিক মেয়াদসীমা না থাকলেও বয়সসীমা আছে। কংগ্রেসের সময় ৬৮ বছর বা এর বেশি বয়সীদের অবসর নিতে হয়। কিন্তু সেই নিয়ম ভেঙে আজ চিনপিংকে দলীয় প্রধান নির্বাচিত করা হতে পারে।

অন্যদিকে দেশটির প্রেসিডেন্ট পদের ক্ষেত্রে নিয়ম ছিল—এক ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট হতে পারবেন না। কিন্তু ২০১৮ সালে দেশটির ‘রাবার-স্ট্যাম্প’ আইনসভা সে নিয়ম বাতিল করে। ফলে তৃতীয় দফায় প্রেসিডেন্ট হওয়ার পথ মসৃণ হয় চিনপিংয়ের।

শনিবার কংগ্রেসের সমাপনী অনুষ্ঠানে ১০৫ মিনিট দীর্ঘ ভাষণে দলের সদস্যদের উদ্দেশে চিনপিং বলেন, ‘প্রবল বাতাস, উত্তাল ঢেউ এমনকি ভয়ংকর ঝড়ের বিরুদ্ধে আমাদের প্রস্তুত থাকতে হবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে আমূল পরিবর্তন বিশেষ করে চীনকে হুমকি, দমন ও অবরোধের মতো বিষয়ের মুখোমুখি হলে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। ’

চিনপিংয়ের ভাষণের মধ্য দিয়ে দলের দুই হাজার ৩০০ প্রতিনিধির সঙ্গে সপ্তাহব্যাপী আলোচনার সমাপ্তি হয়।

কেন্দ্রীয় কমিটিতে নেই প্রধানমন্ত্রী লি কেকিয়াং : কংগ্রেসে অংশ নেওয়া দুই হাজার ৩০০ জনের মধ্যে ২০০ জন কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেয়েছেন। রবিবার তাঁরা পরবর্তী পলিটব্যুরোর ২৫ জনকে নির্বাচিত করবেন। একই দিন সাত সদস্যের স্ট্যান্ডিং কমিটি নির্বাচিত করবে পলিটব্যুরো। এই স্ট্যান্ডিং কমিটিই চীন সরকারের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী।

এবারের কংগ্রেস শেষে কমিউনিস্ট পার্টির স্ট্যান্ডিং কমিটি তো দূরে থাক, কেন্দ্রীয় কমিটিতেও জায়গা হয়নি প্রধানমন্ত্রী লি কেকিয়াং ও পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির সদস্য ওয়াং ইয়াংয়ের। যদিও তাঁদের বয়স ৬৭। প্রথা অনুযায়ী, স্ট্যান্ডিং কমিটি অথবা ২৫ সদস্যের পলিটব্যুরোতে আরো পাঁচ বছর মেয়াদে দায়িত্ব পালন করতে পারতেন তাঁরা।

বিশ্লেষকরা বলছেন, চিনপিংয়ের সঙ্গে এই দুজনের ঘনিষ্ঠতা ছিল না। হান ঝেং ও লি ঝাংসুকে তাঁদের উত্তরসূরি মনে করা হচ্ছিল। কিন্তু এই দুজনের বয়স ৬৮ অতিক্রম করায় তাঁদের অবসরে পাঠানো হচ্ছে।

কেন্দ্রীয় কমিটিতে থাকা নেতারা বলছেন, স্ট্যান্ডিং কমিটির সাত সদস্যের মধ্যে চারজনকে অবসরে পাঠানো হবে। এর মধ্যে রয়েছেন উচ্চ পর্যায়ের কূটনীতিক ইয়াং জিয়েছি এবং অর্থনীতিবিদ সার লিউ হি।

সূত্র : এএফপি, বিবিসি

LEAVE A REPLY