ক্রোড়পতির সেটে আহত অমিতাভ

অমিতাভ বচ্চন। ফাইল ছবি

‘কৌন বনেগা ক্রোড়পতি ১৪’-এর শুটিং চলাকালীন পায়ে ধাতব বস্তু পড়ে আঘাত পেয়েছেন অমিতাভ বচ্চন।

নিজের ব্লগে এ মেগাস্টার লিখেছেন, বাঁ পায়ের কাফ মাসলে আঘাত লেগে শিরা কেটে গিয়েছে। গলগল করে রক্ত বেরোচ্ছিল। খবর আনন্দবাজার পত্রিকার।

প্রত্যক্ষদর্শী একজন জানান, শুটিং চলাকালীন ধাতব বস্তু পড়ে জখম হয়েছেন অমিতাভ বচ্চন। তার বাঁ পায়ে আঘাত লেগেছে। ধাতব বস্তু পড়ে পায়ের শিরা কেটে যায় শাহেনশাহের। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তার সেলাই করানো হয়েছে। আপাতত বিশ্রামে থাকার পরামর্শ দেয়া হয়েছে বিগ বিকে।

পায়ে আঘাতের কথা নিজেই ব্লগে জানিয়েছেন অমিতাভ। আপাতত তাকে হাঁটাচলা করতে বারণ করেছেন চিকিৎসকরা।এমকে 

LEAVE A REPLY