ভারতের বিপক্ষে ব্যাট হাতেও ব্যর্থ ছিলেন বাবর আজম। ছবি : এএফপি
আবারও বিশ্বকাপের মঞ্চে ভারতের কাছে হেরে গেল পাকিস্তান। গতকাল রবিবারের রুদ্ধশ্বাস সেই ম্যাচ শেষ বলে গড়ায়। ‘কিং’ কোহলির অবিশ্বাস্য ব্যাটিংয়ে ৪ উইকেটে জয় পায় ভারত। এতে স্বাভাবিকভাবেই পাকিস্তানি সমর্থকরা হতাশ।
তারা বাবর আজমের অধিনায়কত্বের ভুল খুঁজে পাচ্ছে। শুধু সমর্থকরাই নয়, সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে।
শেষ ওভারে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ১৬ রানের। তখন স্পিনার মোহাম্মদ নওয়াজ ছাড়া বাবরের হাতে বোলার ছিল না। ১৮তম ওভারে বোলিংয়ে এসে বেদম মার খান শাহিন শাহ আফ্রিদি। ১৯তম ওভারে দুই ছক্কা হজম করেন হারিস রউফ। এই জায়গাটিতেই বাবরের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন হাফিজ, ‘আজকের (গতকালের) ম্যাচে ভারত যখন ৭ থেকে ১১ ওভারের মধ্যে প্রতি ওভারে ৪ রান করে নিতেও কষ্ট করছিল, তখন বাবর স্পিনারদের কোটা শেষ করল না কেন?’
এটাই প্রথম নয়, বেশ কিছুদিন ধরেই বাবর আজমের ক্যাপ্টেন্সি সমালোচনার মুখে আছে। কিন্তু পিসিবি তাকে আগলে রাখছে। পাকিস্তানের এক টিভি চ্যানেলে হাফিজ আরো বলেন, ‘ব্যাপারটা এখন এমন হয়ে দাঁড়িয়েছে, বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে সমালোচনা যেন পাপের পর্যায়ে পড়ে। এ নিয়ে টানা তৃতীয় বড় ম্যাচে আমরা তার অধিনায়কত্বে খুঁত দেখলাম। কিন্তু আমরা শুনে আসছি, ৩২ বছর বয়সে আসতে আসতে সে শিখে ফেলবে। ’
গতকালের ম্যাচের নায়ক বিরাট কোহলি ৫৩ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলেন। পঞ্চম উইকেটে তার সঙ্গে ৭৮ বলে ১১৩ রানে জুটি গড়েন হার্দিক পান্ডিয়া। তিনি নিজেও করেন ৩৭ বলে ৪০ রান। এই দুজনের প্রশংসা করতে ভোলেননি হাফিজ, ‘আমাদের বোলাররা দারুণ বল করেছে। তবে কোহলি ও পান্ডিয়ার প্রশংসা করতেই হবে…বিশেষ করে বিরাট কোহলিকে। মাঝের ওভারগুলোয় আমরা উইকেট নিতে স্পিনারদের ধরে রেখেছিলাম। তবে এ ম্যাচ থেকে ইতিবাচক অনেক কিছুই নেওয়ার আছে। ’