নাবলুসে মঙ্গলবার ইসরাইলি দখলদার বাহিনীর চালানো হামলায় ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনের কর্মকর্তারা।
এর আগে জানা গিয়েছিল ইসরাইলিদের হামলায় চারজন নিহত হয়েছেন। সেই সংখ্যা বেড়ে এখন ছয়ে দাঁড়াল।
ফিলিস্তিনের ফাতাহ মুভমেন্টের একজন কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার সকালে ইসরাইলি দখলদার সেনাদের বড় একটি গ্রুপ নাবলুসে আসে। তাদের দেখতে পায় ফিলিস্তিনের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অস্ত্রধারী যোদ্ধারা।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, পাঁচজন ইসরাইলিদের গুলিতে নিহত হন। তাদের মধ্যে একজন অস্ত্রবিহীন ছিলেন।
এরপর স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় রামাল্লায় ইসরাইলি দখলদারদের সঙ্গে লড়াই করার সময় আরেকজন ফিলিস্তিনি নিহত হন।
ইসরাইলের পক্ষ থেকে জানানো হয় তাদের সেনারা নাবলুসে হামলা চালাচ্ছিল।
পরবর্তীতে ইসরাইলের প্রধানমন্ত্রী একটি টুইটে জানান, নাবলুসে লায়ন্স ডেন নামে একটি সশস্ত্র বাহিনীর হেড কোয়ার্টারে হামলা চালিয়েছে তারা। লায়ন্স ডেন সেখানে অস্ত্রও তৈরি করছিল বলে দাবি করেছেন অবৈধ ইহুদি রাষ্ট্রের প্রধানমন্ত্রী।
সূত্র: আল জাজিরা