গুরু রণধাওয়ারের সঙ্গে পার্টিতে শেহনাজ গিল

গুরু রনধাওয়ার ও শেহনাজ গিল

গায়িকা ও অভিনেত্রী শেহনাজ গিলকে দীপাবলির একটি পার্টিতে জনপ্রিয় গায়ক ও হালের সেনসেশন গুরু রণধাওয়ারের সঙ্গে দেখা গেছে। অনলাইনে পোস্ট করা একটি ভিডিও ক্লিপে তাদের উভয়কে একসঙ্গে নাচতে দেখা গেছে এবং একসঙ্গে আনন্দ উদযাপন করতেও দেখা গেছে।

ভিডিওটিতে দেখা যায়, শেহনাজ এবং গুরু পার্টিতে সুশান্ত সিং রাজপুত এবং জ্যাকলিন ফার্নান্দেজ অভিনীত ‘ড্রাইভ’ সিনেমার ‘মাখনা’ গানে নাচছিলেন। দুজনকেই বেশ হাসিমুখে গানের সঙ্গে তাল মিলিয়ে নাচার চেষ্টা করতে দেখা গেছে।

পার্টিতে শেহনাজ একটি বেইজ লেহেঙ্গা পরেছিলেন এবং গুরু নেভি ব্লু পোশাক পরেছিলেন।  

ভিডিওটি শেয়ার করে গুরু লিখেছেন, ‘ভারতের জনপ্রিয় শেহনাজ গিলের সাথে। শুভ দীপাবলি। ‘

kalerkantho

 সিদ্ধার্থ শুক্লার সঙ্গে শেহনাজ গিল

ভিডিওটি প্রকাশের পরপরই বেশ সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।  একজন ভক্ত লিখেছেন, ‘শেহনাজকে উপভোগ করতে দেখে খুব খুশি লাগছে। ‘ আরেকজন লিখেছেন, ‘এক ফ্রেমে আমার পছন্দের দুজন। ’ অপর এক ভক্ত লিখেছেন যে, ‘একটাই তো মন। আর কতবার জিতবেন। ‘ একজন শেহনাজ ভক্ত লিখেছেন, ‘হ্যাপি দিওয়ালি। শেহনাজ ভক্তদের পক্ষ থেকে দুজনকে শুভেচ্ছা জানাই। ’

গুরু ইনস্টাগ্রামে শেহনাজের সঙ্গে ছবিও শেয়ার করেছেন। এ ছাড়া সারা আলী খান, বরুণ ধাওয়ান, কপিল শর্মা, তামান্না ভাটিয়ার সঙ্গেও ছবি শেয়ার করেছেন তিনি।  

kalerkantho

শেহনাজ গিল বিগ বস ১৩-এ অংশগ্রহণ করার পর রাতারাতি সেনসেশন হয়ে ওঠেন। তিনি পাঞ্জাবি ফিল্ম ‘সাত শ্রী আকাল ইংল্যান্ড’-এ অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন এবং পরে ২০১৯ সালে ‘কালা শাহ কালা’ এবং ‘ডাকা’ সিনেমায়ও দেখা গেছে তাকে। প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে তাঁর বন্ধুত্বের কারণে বেশ আলোচনায় ছিলেন শেহনাজ। সিদ্ধার্থ গত বছর মারা যান। সিদ্ধার্থের মৃত্যুর পর বেশ কিছুদিন মিডিয়ার আড়ালেও ছিলেন শেহনাজ। এরপর চলচ্চিত্র ‘হোসলা রাখ’-এর মাধ্যমে আবারও পর্দায় ফেরেন তিনি। তিনি সামনে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।

সূত্র : পিঙ্ক ভিলা।

LEAVE A REPLY