ডেঙ্গুতে আক্রান্ত আবীর

আবীর চট্টোপাধ্যায়

ডেঙ্গু আক্রান্ত হয়েছেন সালমান খান। বলিউডের পর এবার টলিউডেও ডেঙ্গুর প্রকোপ। কলকাতাজুড়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আবীর চট্টোপাধ্যায়।

পূজায় মুক্তি পেয়েছে কর্ণসুবর্ণের গুপ্তধন। বক্স অফিসে প্রায় দুই কোটি টাকা আয় করেছে এই ছবি। কিছুদিন আগেই ছবির উদযাপন পার্টিতেও দেখা যায় আবীরকে। রবিবার থেকেই শরীর অসুস্থ হয়ে পড়ায় সোমবার তাঁর রক্ত পরীক্ষা করানো হয়। সেই পরীক্ষাতেই জানা যায়, ডেঙ্গু আক্রান্ত আবীর চট্টোপাধ্যায়।

অভিনেতার পরিবারের পক্ষ থেকে জানা যায়, জ্বরে আক্রান্ত হয়েছিলেন আবীর। তখনই ডাক্তারের পরামর্শ নেওয়া হয়। কিছু কিছু উপসর্গ থাকায় ডেঙ্গু পরীক্ষা করতে বলেন চিকিৎসক। সোমবার রক্ত পরীক্ষা করা হয়। এদিন রাতে পাওয়া রিপোর্ট থেকে জানা যায়, ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তিনি।

বর্তমানে বাড়িতেই বিশ্রামে রয়েছেন অভিনেতা। আপাতত জ্বর নেই, তবে শরীর বেশ দুর্বল  কিন্তু চিন্তার কোনো কারণ নেই বলেই জানিয়েছেন চিকিৎসক। কোনো শুটিং শিডিউল ছিল না। তাই শুটিং বাতিল হয়নি। তবে দুটি ইভেন্টে যোগ দেওয়ার কথা ছিল অভিনেতার। সেগুলো বাতিল করতে হয়েছে।

LEAVE A REPLY