অক্ষয় কুমার
দীর্ঘদিন পর বক্স অফিসে সাফল্যের মুখ দেখলেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। মুক্তির দ্বিতীয় দিনে আয় কমলেও অক্ষয়ের ‘রাম সেতু’ বক্স অফিসের শীর্ষস্থান ধরে রেখেছে।
মুক্তির দ্বিতীয় দিনে বক্স অফিসে আয় কমেছে সিনেমাটির। অ্যাকশন-অ্যাডভেঞ্চার সিনেমাটি দ্বিতীয় দিনে বক্স অফিসে ২৫ শতাংশ হ্রাস পেয়েছে এবং বাণিজ্য বিশ্লেষকদের মতে, ১১.৪ কোটি রুপি আয় করেছে।
যার ফলে দুই দিনে সিনেমাটির মোট সংগ্রহ প্রায় ২৭ কোটি রুপি দাঁড়িয়েছে। তবে দীপাবলির সপ্তাহ শেষে ছুটির দুই দিনে সিনেমাটির আয় বাড়তে পারে বলেও আশা করছেন বিশ্লেষকরা।

এ বছর অক্ষয় কুমারের মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর আয়ের পরিসংখ্যান খুব একটা ভালো নয়। ‘বচ্চন পাণ্ডে’ মুক্তির প্রথম দিনে প্রায় ১৩ কোটি রুপি আয় করেছিল। ঐতিহাসিক পিরিয়ড ড্রামা ‘সম্রাট পৃথ্বীরাজ’ মুক্তির প্রথম দিনে প্রায় ১১ কোটি রুপি আয় করেছিল এবং ‘রক্ষা বন্ধন’ প্রায় আট কোটি রুপি আয় করে মুক্তির প্রথম দিনে। মুক্তির প্রথম দিনের আয়ের হিসাবে ‘রাম সেতু’ অক্ষয়ের এই বছরের সবচেয়ে বেশি আয় করা সিনেমা।
রাম সেতুতে অক্ষয় কুমারের সঙ্গে আরো অভিনয় করেছেন জ্যাকলিন ফার্নান্দেজ এবং নুশরাত ভারুচা।

অপরদিকে অজয় দেবগন, সিদ্ধার্থ মালহোত্রা এবং রাকুল প্রীত সিং অভিনীত কমেডি সিনেমা ‘থ্যাঙ্ক গড’ মুক্তির দ্বিতীয় দিনে মাত্র ছয় কোটি রুপি আয় করেছে। সিনেমাটি রাম সেতুর সঙ্গে বক্স অফিসে মুখোমুখি হয়েছে এবং বেশ হতাশাজনক সংগ্রহ করছে।
সূত্র : দি ইন্ডিয়ান এক্সপ্রেস।