বৃষ্টির পর ফের খেলা শুরু

টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) প্রোটিয়াদের স্কোর ৫ দশমিক ৩ ওভারে ১ উইকেটে ৬০ রানে পৌঁছার পরই নামে বৃষ্টি। কিছুক্ষণ বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে খেলা।

বৃষ্টির কারণে অবশ্য কোনো ওভার কাটা হয়নি।

 প্রতিবেদন লেখার সময় দক্ষিণ আফ্রিকার স্কোর ৮ ওভারে ১ উইকেটে ৭৪ রান। রাইলে রুশো ২৪ বলে ৪০ ও কুইন্টন ডি কক ২০ বলে ৩০ রানে ব্যাট করছেন।  এর আগে, ম্যাচের প্রথম ওভারেই প্রোটিয়া দলপতি টেম্বা বাভুমাকে লিটন দাসের ক্যাচ বানান আগের ম্যাচের নায়ক তাসকিন আহমেদ। বাভুমার ব্যাট থেকে এসেছে ৬ বলে মাত্র ২ রান।

আজ বাংলাদেশের একাদশে এসেছে একটি পরিবর্তন। বাদ পড়েছেন ইয়াসির আলী রাব্বি। তাঁর জায়গায় একাদশে ঢুকেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। উল্লেখ্য, সুপার টুয়েলভে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়েছে ৯ রানে। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে দক্ষিণ আফ্রিকা।

LEAVE A REPLY