অস্ট্রেলিয়ানরা আতিথেয়তা জানে না- অভিযোগ শেবাগের

অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটারদের সঠিকভাবে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ উঠেছে।  রোহিত শর্মা, বিরাট কোহলিদের জন্য নাকি ঠান্ডা খাবার রাখা হয়েছিল! বিষয়টি নিয়ে এবার সোশ্যাল সাইটে মুখ খুললেন ভারতের সাবেক বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র শেবাগ। তার মতে, পশ্চিমা দেশগুলো আর আগের মতো আতিথেয়তা দেয় না।

শেবাগের দাবি, অন্য দেশগুলো ভারতে খেলতে এলে তাদের জন্য সর্বোচ্চ মানের ব্যবস্থা করা হয়।

অথচ ভারতীয় দল সব সময় সেই আতিথেয়তা পায় না। শেবাগ লিখেছেন, ‘সেই দিনগুলো এখন আর নেই। যখন সবাই মনে করতেন- পশ্চিমের দেশগুলো বোধ হয় দারুণ আতিথেয়তা দেয়। আতিথেয়তা দেওয়ার ক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর চেয়ে ভারত অনেক এগিয়ে আছে। ভারতে আসা বিদেশি দলগুলোকে সবসময় সর্বোচ্চ আতিথেয়তা দেওয়া হয়। ‘

গত মঙ্গলবার সিডনিতে অনুশীলনের পর ঠান্ডা এবং অপর্যাপ্ত খাবার দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ভারতের ক্রিকেটাররা।  একটি বোর্ডে লেখা ছিল ‘নিজের স্যান্ডউইচ তৈরি করে নিন। ’ ঘণ্টা দুয়েকের অনুশীলনের পর ক্লান্ত রোহিতরা তা দেখে বিরক্ত হন। এছাড়া ব্রিসবেনে ভারতীয় দলকে নিম্নমানের হোটেলে রাখা হয়েছিল বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রশ্ন উঠেছে আইসিসি এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার ভূমিকা নিয়ে। বিষয়টি নিয়ে আইসিসির কাছে অসন্তোষ প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।  

LEAVE A REPLY