ভারতীয় ক্রিকেট বোর্ডের ঐতিহাসিক সিদ্ধান্ত, স্বাগত জানালেন শাহরুখ

শাহরুখ খান

পুরুষ এবং নারী জাতীয় দলের ক্রিকেটারদের বেতনবৈষম্য দূর করে ঐতিহাসিক পদক্ষেপ নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই সেক্রেটারি জে শাহের ঘোষণার কয়েক ঘণ্টা পর ভারতীয় ক্রিকেট বোর্ড পুরুষ এবং নারী ক্রিকেট দলের মাঝে বেতনবৈষম্য দূর করার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে পুরুষ এবং নারী জাতীয় দলের ক্রিকেটাররা সমান বেতন পাবেন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন বলিউড বাদশা শাহরুখ খান।

এই ঐতিহাসিক পদক্ষেপের প্রশংসা করেছেন তিনি। অভিনেতা খেলাটিকে একটি ‘গ্রেট ইকুয়ালাইজার’ বলে অভিহিত করেছেন এবং আশা করছেন যে এই সিদ্ধান্তটি অন্যান্য বোর্ডকেও অনুপ্রাণিত করবে। আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সসহ একাধিক ক্রিকেট দলের মালিক শাহরুখ একজন পরিচিত ক্রিকেটভক্ত। গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠেও উপস্থিত থাকতে দেখা গেছে তাকে।

kalerkantho

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায়, শাহরুখ খান টুইটার অ্যাকাউন্ট থেকে জয় শাহের ঘোষণাটি শেয়ার করে লিখেছেন, ‘সামনের পায়ের দারুণ এক শট। খেলাধুলাতে সমতা আসছে। আশা করি এটি অন্যদের জন্য অনুসরণীয় হবে। ‘

এর আগে জয় শাহ এশিয়া কাপ ট্রফির সঙ্গে ভারতীয় মহিলা দলের একটি ছবি টুইট করেছিলেন। পাশাপাশি তিনি লিখেছিলেন, “বৈষম্য মোকাবেলায় ‘বিসিসিআই’-এর প্রথম পদক্ষেপ ঘোষণা করতে পেরে আমি আনন্দিত। আমরা আমাদের চুক্তিবদ্ধ নারী ক্রিকেটারদের জন্য ‘বেতন ন্যায্যতা নীতি’ বাস্তবায়ন করছি। আমরা ক্রিকেটে লিঙ্গ সমতার একটি নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছি। এখন থেকে পুরুষ ও নারী ক্রিকেটারদের ম্যাচ ফি একই হবে। ’

kalerkantho

ভারতীয় নারী ক্রিকেট দল

ভারতীয় নারী ক্রিকেটাররা ম্যাচ ফি এবং কেন্দ্রীয় চুক্তির ক্ষেত্রে পুরুষদের তুলনায় অনেক কম আয় করছেন। ম্যাচ ফি এখন বিসিসিআই সুরাহা করে দিয়েছে, তবে কেন্দ্রীয় চুক্তির ক্ষেত্রে এখনো বৈষম্য রয়েছে। কেন্দ্রীয়ভাবে চুক্তিবদ্ধ নারী ক্রিকেটাররা বার্ষিক ১০ থেকে ৫০ লাখ রুপি আয় করেন। অপরদিকে পুরুষদের বার্ষিক আয় ১ থেকে ৭ কোটির মতো।

সূত্র : হিন্দুস্তান টাইমস।

LEAVE A REPLY