জয়ের বিকল্প নেই অজিদের

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের খেলায় আজ মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তাদের প্রতিপক্ষ বর্তমান ওডিআই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। লড়াইয়ে টিকে থাকতে হলে জিততেই হবে এই সমীকরণ নিয়ে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ম্যাচটি। সুপার টুয়েলভে সব দলই খেলেছে দুটি করে ম্যাচ। যেখানে সর্বোচ্চ ৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে নিউজিল্যান্ড। ২টি করে পয়েন্ট নিয়ে এক কাতারে শ্রীলঙ্কা-ইংল্যান্ড-আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়া। ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আফগানিস্তান। এ গ্রুপ থেকে দুটি দল খেলবে সেমিফাইনাল। তাই বাকি ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই। পরের ৩ ম্যাচে যে দল হারবে সেই দল বিদায় নিতে পারে এই আসর থেকে। সেই সমীকরণ নিয়েই মুখোমুখি হবে টুর্নামেন্টের দুই বড় দল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। রান রেটের দিকে না তাকিয়ে জয়ের ব্যপারে আশাবাদী অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

তিনি বলেন, প্রথম ম্যাচ হারের স্মৃতি ভুলে আমরা এখন জয়ের মধ্যে আছি। এই ধারাটা ধরে রাখতে চাই। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। সেমির পথে ভালোভাবে টিকে থাকতে হলে, জিততেই হবে। নয়তো পরের দিকে বড় চাপের মধ্যে পড়তে হবে। পরের ম্যাচের দিকে না তাকিয়ে ইংল্যান্ডের বিপক্ষে জিততেই মাঠে নামব আমরা।

এদিকে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না ইংল্যান্ডও। দলের টপ-অর্ডার ব্যাটার ডেভিড মালান বলেন, আয়ারল্যান্ডের কাছে হারটি ভুলে গেছি আমরা। আমাদের সব মনোযোগ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি। নিজেদের কন্ডিশনে শক্তিশালী দল অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে সেটিই দেখিয়েছে তারা। আমরা নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে জয় পাওয়া সম্ভব। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের খেলায় নিজেদের তৃতীয় ম্যাচে আজ সকালে মাঠে নামছে আফগানিস্তান। তাদের প্রতিপক্ষ সদ্য ইংল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপে হারানো আয়ারল্যান্ড।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হবে আফগান-আইরিশদের ম্যাচটি। জমে উঠেছে বিশ্বকাপের সুপার টুয়েলভের গ্রুপ-এ এর খেলা।

সব দলই খেলেছে দুটি করে ম্যাচ। যেখানে সর্বোচ্চ ৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে নিউজিল্যান্ড। ২টি করে পয়েন্ট নিয়ে এক কাতারে শ্রীলঙ্কা-ইংল্যান্ড-আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়া। ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আফগানিস্তান। এ-গ্রুপ থেকে দুটিখেলা দল খেলবে সেমিফাইনাল। তাই সেমিফাইনাল খেলতে হলে জিততে হবে সব ম্যাচ। হারা দলকে হয়তো বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরে টুর্নামেন্ট শুরু করে আফগানরা। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচ ছিল উড়তে থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে।

বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়। সেই ম্যাচ থেকেই ১টি পয়েন্ট পেয়ে গ্রুপের তলানিতে আফগানরা। অপরদিকে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৯ উইকেটে হেরে যায় আইরিশরা। কিন্তু দ্বিতীয় ম্যাচে ফেভারিট হিসেবে আসর শুরু করা ইংল্যান্ডকে ডি/এল মেথডে ৫ রানে হারায় তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত একবারো আইরিশদের মুখোমুৃখি হয়নি আফগানরা।এমকে

LEAVE A REPLY