আদালতের নিষেধাজ্ঞার কবলে পড়ল ‘কানতারা’

কানতারা

নিষেধাজ্ঞার কবলে পড়ল বহুল আলোচিত সিনেমা ‘কানতারা’। কেরালাভিত্তিক মিউজিক ব্যান্ড ‘থাইকুদাম ব্রিজ’-এর মিউজিক চুরির অভিযোগে সিনেমা হল এবং অন্যান্য স্ট্রিমিং প্ল্যাটফর্মে সিনেমাটির ‘ভারাহা রূপম’ গানটি বাজানো থেকে বিরত থাকার নিষেধাজ্ঞা জারি করেছে কোঝিকোড় সেশন কোর্ট।

জনপ্রিয় ইন্ডি মিউজিক ব্যান্ডটি এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করেছিল যে ২০১৫ সালে প্রকাশিত তাদের গান ‘নভারসাম’ চুরির অভিযোগে ‘কানতারা’ নির্মাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে তারা । তারা দাবি করেছে যে কানতারার গান ‘ভারাহা রূপম’ একটি চুরি করা কাজ, যেটি তাদের ‘নভারসম’-এর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

kalerkantho

‘থাইকুদাম ব্রিজ’ ইনস্টাগ্রামে আদালতের নিষেধাজ্ঞার খবর শেয়ার করে লিখেছে, ‘থাইকুদাম ব্রিজ’-এর অনুমতি ছাড়া ‘ভারাহা রূপম’ গানটি বাজানো যাবে না।  ‘কানতারা’র প্রযোজক, পরিচালক, সংগীত সুরকার, অ্যামাজন, ইউটিউব, স্পটিফাই, উইঙ্ক মিউজিক, জিওসাভান এবং অন্যদের এই বিষয়ে নিষেধ করেছেন কোঝিকোড়ের প্রধান জেলা ও দায়রা বিচারক।  

এর আগে ব্যান্ডটি একটি বিবৃতি জারি করেছিল, যাতে লেখা ছিল, “আমরা আমাদের শ্রোতাদের জানাতে চাই যে ‘থাইকুদাম ব্রিজ’ কোনোভাবেই কানতারার সঙ্গে যুক্ত নয়। আমাদের ‘নভারসম’-এর সঙ্গে কানতারার ‘ভারাহা রূপম’-এর অডিও হুবহু মিল। এটি কপিরাইট আইনের স্পষ্ট লঙ্ঘন। তাই আমরা কানতারার নির্মাতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব। ”

kalerkantho

ঋষভ শেট্টি অভিনীত ও পরিচালিত ‘কানতারা’ সিনেমাটি ইতিমধ্যে ভারতে ব্লকবাস্টার হয়ে উঠেছে। সিনেমাটির হিন্দি সংস্করণের আয় ‘পন্নিয়ান সেলভান-১’কে ছাড়িয়ে গেছে। বিশ্বব্যাপী ২০০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

LEAVE A REPLY