জিম্বাবুয়ের বিপক্ষে রান-আউট হয়ে যান শাহিন আফ্রিদি। ছবি : এএফপি
বেশ কয়েকটি আন্তর্জাতিক সিরিজ মিস করে ইনজুরি কাটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরেছেন শাহিন শাহ আফ্রিদি। কিন্তু মাঠে সেই আগের মতো দাপুটে পারফম্যান্স দেখাতে পারছেন না। ভারত আর জিম্বাবুয়ে―দুটি দলের বিপক্ষে হেরে পাকিস্তান এখন বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পথে। পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা অভিযোগ করছেন, পুরো ফিট না হতেই আফ্রিদিকে মাঠে নামানো হয়েছে।
সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও এমন দাবির প্রমাণ পাওয়া যায়।
গত জুলাই মাসে শ্রীলঙ্কায় টেস্ট খেলতে গিয়ে হাঁটুতে চোট পান শাহিন। এরপর তাকে চিকিৎসার জন্য লন্ডনে পাঠায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিশ্বকাপে পাকিস্তান-জিম্বাবুয়ে ম্যাচে শাহিনের রান নেওয়ার একটি ভিডিও পোস্ট করেছেন শাকিল শেখ নামে এক ক্রিকেটপ্রেমী। সেই ভিডিওতে দেখা যায়, দৌড়ে দ্বিতীয় রান নেওয়ার সময় শাহিন অস্বস্তি বোধ করছেন। এই ভিডিও ছড়িয়ে পড়তেই অনেকেই তার ফিটনেস নিয়ে প্রশ্ন তুলছেন। কেন এভাবে জোর করে শাহিনকে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলানো হচ্ছে?
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে পাকিস্তানের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলেননি শাহিন। ভারতের বিপক্ষে ম্যাচে সরাসরি তাকে মাঠে নামানো হয়। রোহিত শর্মাদের বিপক্ষে তিনি চেনা ছন্দে ছিলেন না। বেদম মার খেয়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে মোটামুটি ভালো বোলিং করলেও ব্যাট করার সময় ধরা পড়েছে অস্বস্তি। ইনিংসের শেষ বলে দৌড়ে ২ রান নিতে গিয়ে রান আউট হয়ে যান শাহিন। পাকিস্তান ম্যাচ হেরে যায় ১ রানে। এর আগে শোয়েব আখতারও বলেছিলেন, শাহিন এখনো ফিট নয়। তাকে কেন খেলানো হচ্ছে?চ