ইনজুরির কারণে কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন মেক্সিকোর উইঙ্গার জেসুস ‘তেকাতিতো’ করোনা। মেক্সিকোর ৩১ সদস্যের প্রাথমিক দলে জায়গা পেলেও বিশ্বকাপের আগে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা নেই তার।
গত আগস্টে সেভিয়ার হয়ে অনুশীলনের সময় চোটে পড়েন করোনা। এরপর করানো হয় অস্ত্রোপচার।
বিশ্বকাপের আগে তিনি সুস্থ হয়ে উঠতে পারেন কি না তা পর্যবেক্ষণ করছেন মেক্সিকোর কোচ জেরার্ডো মার্টিনো। তবে দুঃসংবাদ দিয়েছেন তার ক্লাবের কোচ সাম্পাওলি। বিশ্বকাপের আগে তার সুস্থ হওয়ার আশা দেখছেন না তিনি, ‘তেকাতিতো দিন দিন উন্নতি করছে। তার অনুশীলনে ফেরার কথা ১ কিংবা ২ ডিসেম্বর। তাই চিকিৎসকদের রিপোর্ট অনুযায়ী আমি তার (বিশ্বকাপে খেলার) সুযোগ দেখি না। ’
আগামী ১৪ নভেম্বর বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে দলগুলো। আর করোনা অনুশীলনে ফিরবেন আরো তিন সপ্তাহ পরে। তাই বিশ্বকাপে তাকে পাওয়া যাবে না, এটা নিশ্চিতই বলা যায়। এখন পর্যন্ত মেক্সিকোর হয়ে ৭১ ম্যাচে ১০ গোল করেছেন তিনি।