ভারতের জম্মু ও কাশ্মিরে এ বছর ১ কোটি ৬২ লাখ পর্যটক ঘুরতে এসেছিলেন৷ ভারতের স্বাধীনতার ৭৫ বছরের ইতিহাসে যা সর্বোচ্চ৷
রেকর্ড সংখ্যক পর্যটক আসার বিষয়টি জম্মু কাশ্মিরের বিভিন্ন অঞ্চলে অনেক মানুষের কর্ম সংস্থানের সৃষ্টি করেছে৷ জম্মু ও কাশ্মিরকে উন্নত করতে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছিল পর্যটকদের ঢল নামার বিষয়টিতে সেটিই ফুটে ওঠেছে৷
সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিল করার পর জম্মু কাশ্মিরে অসংখ্য পরিবর্তন হয়েছে।
এর আগের কয়েক দশকে জম্মু ও কাশ্মির নিয়ে ব্যাপক আলোচনা হৈ হুল্লোড় হলেও এখানে সাধারণ উন্নয়নমূলক কোনো কর্মকান্ডকে প্রাধান্য দেওয়া হয়নি৷ কিন্তু গত কয়েক বছরে এখানে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে৷ ভারত সরকার এ দিকটার দিকে বিশেষ নজর দিয়েছে৷
সূত্র: এএনআই