ব্যবসায় মন্দা, অক্টোবরে চীনের অর্থনীতিতে ধীরগতি

গাড়ি ও আবাসিক ব্যবসায় মন্দা দেখা দেওয়ার অক্টোবরে চীনের অর্থনীতিতে ধীরগতি দেখা গেছে। তাছাড়া ছোট ও আন্তর্জাতিক ব্যবসার পরিধি কমে যাওয়ায়ও এমনটি হয়েছে। এতে বোঝা যাচ্ছে সেপ্টেম্বরে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছিল তা অন্ধকারাচ্ছন্ন অর্থনীতির জন্য পর্যাপ্ত ছিল না৷ 

এ মাসের ব্লুমবার্গের সূচকের আটটি ইন্ডিকেটরের ওপর ভিত্তি করে এ তথ্য পাওয়া গেছে। সবমিলিয়ে রিডিং ছিল ৪। তিন মাস উন্নতি হওয়ার পর মোমান্টামে ছন্দপতন ঘটেছে এটি তারই ইঙ্গিত বহন করছে৷

LEAVE A REPLY