পুলিশ সাহায্য করছে না, সাজিদের পক্ষে সালমান খান

শারলিন চোপড়া

চলচ্চিত্র নির্মাতা সাজিদ খানের বিরুদ্ধে করা যৌন হেনস্তার অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজের বক্তব্য রেকর্ড করতে মুম্বাইয়ের জুহু থানায় হাজির হয়েছিলেন শারলিন চোপড়া।  শনিবার (২৯ অক্টোবর) তিনি জুহু থানায় হাজির হন।

থানা থেকে বেরিয়ে বাইরে অবস্থানরত মিডিয়ার সঙ্গে কথা বলেছেন শারলিন এবং অভিযোগ করেছেন যে তিনি পুলিশের কাছ থেকে কোনো সাহায্য পাচ্ছেন না। তিনি আরো বলেছেন যে সালমান খান সাজিদকে সাহায্য করছে।

kalerkantho

থানা থেকে বেরিয়ে মিডিয়ার সঙ্গে কথা বলেন শারলিন চোপড়া

শারলিন বলেছেন, ‘সাজিদ খানের ওপর সালমান খানের হাত রয়েছে। উনি থাকতে কেউ সাজিদকে স্পর্শ করতে পারবে না। ’ 

শারলিন আরো দাবি করেছেন যে সাজিদের বিরুদ্ধে তাঁর অভিযোগের বিষয়ে থানায় ফোন করলে কেউ তাঁর ফোন ধরেনি। ফোন কলের উত্তর না পেয়ে তিনি থানায় গিয়েছিলেন। তিনি একজন নারী পুলিশ অফিসারকে মামলায় তাঁর বক্তব্য রেকর্ড করার জন্য অনুরোধ করেন। তবে খুব বেশি সাহায্য না পেয়ে তিনি অসহায় বোধ করছেন।

kalerkantho

পুলিশের সহযোগিতা পাচ্ছেন না উল্লেখ করে তিনি জানান, ‘আমি সহকারী পুলিশ কমিশনারকে জানিয়েছি যে জুহু পুলিশ আমাকে সাহায্য করছে না। আমি জানি না কেন আমার বক্তব্য নেওয়া হচ্ছে না। এর বিরুদ্ধে এক ধরনের চাপ থাকতে পারে। আমি ভাবছি একজন তারকার এমন অবস্থা হলে একজন সাধারণ নারীর ক্ষেত্রে কী হতে পারে?’

অশ্রুসজল চোখে শারলিন বলেন, ‘আমি শুধু চেয়েছিলাম এই মামলায় নিরপেক্ষ রায় পেতে। আর কিছু না। ’

কয়েক বছর আগে মি’টু আন্দোলনে বিনোদনশিল্পের একাধিক নারী সাজিদ খানের হাতে যৌন এবং মানসিক হয়রানির অভিযোগ করেছিলেন। তখন শারলিন চোপড়াও সাজিদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দায়ের করেছিলেন। সম্প্রতি শারলিন নিজের অভিযোগ সামনে এনে আবারও সরব হন সাজিদের বিরুদ্ধে।

সূত্র : হিন্দুস্তান টাইমস।

LEAVE A REPLY