আজ রাতে সোহেল রানাকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে

সোহেল রানা

বাংলা চলচ্চিত্রের গুণী ও প্রবীণ অভিনেতা সোহেল রানাকে আজ রাতে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরেই অসুস্থ তিনি। ভুগছিলেন চোখের জটিলতায়।

সিঙ্গাপুরে যাওয়ার বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেন সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ।

kalerkantho

জানা গেছে, ‘আজ (৩০ অক্টোবর) রাত ১১টা ৫৫ মিনিটের ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেবেন সোহেল রানা। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা করা হবে তাঁর। সোহেল রানা এবার মূলত চোখ দেখাতে যাবেন। অন্যান্য অসুস্থতার পাশাপাশি তিনি চোখের জটিল সমস্যায়ও ভুগছেন।

এর আগে মঙ্গলবার (২৫ অক্টোবর) ঢাকার একটি হাসপাতালে চোখের সার্জারি হয় সোহেল রানার। সার্জারিতে সুস্থতার বদলে উল্টো জটিলতা দেখা দেওয়ায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হচ্ছে এই অভিনেতাকে।

সোহেল রানার পারিবারিক নাম মাসুদ পারভেজ। চলচ্চিত্রে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করে ‘সোহেল রানা’ নামে পরিচিত হন তিনি। ১৯৭২ সালে মাসুদ পারভেজ নামে চলচ্চিত্র প্রযোজনা করেন।

বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ সিনেমার প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন তিনি। এটি পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম।

১৯৭৩ সালে কাজী আনোয়ার হোসেনের ‘মাসুদ রানা’র একটি গল্প অবলম্বনে ‘মাসুদ রানা’র নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন এবং একই সিনেমার মাধ্যমে তিনি মাসুদ পারভেজ নামে পরিচালক হিসেবেও যাত্রা শুরু করেন। এরপর অসংখ্য সিনেমা তিনি উপহার দিয়েছেন। দীর্ঘ চলচ্চিত্রজীবনে সোহেল রানা তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন।

LEAVE A REPLY