‘বিশ্বাস হারাইনি তবে বাড়তি চাপে ছিলাম’

চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেওয়ার পর লা লিগায় জয় পেয়েছে বার্সেলোনা। লিগ শিরোপা পুনরুদ্ধারের মিশনে গতকাল ভ্যালেন্সিয়ার বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে জাভি এর্নান্দেজের দল। রবার্ত লেভানদোস্কির শেষ মুহূর্তের গোলে তিন পয়েন্ট নিয়ে ফিরেছে কাতালানরা।

গত সপ্তাহে বায়ার্ন মিউনিখের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেয় বার্সেলোনা।

টানা দ্বিতীয়বার ইউরোপা লিগে নেমে যাওয়ায় স্বাভাবিকভাবেই চাপে ছিল দলটি। সেটা স্বীকারও করলেন জাভি। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ শেষে জাভি বলেন, ‘এটা খুব গুরুত্বপূর্ণ একটা জয়। একেবারে শেষ মুহূর্তে গিয়ে। আমরা কখনোই নিজেদের ওপর বিশ্বাস হারাইনি। তবে চ্যাম্পিয়নস লিগের প্রভাবে এই ম্যাচে আমরা উদ্বিগ্ন ছিলাম, অস্বস্তিতে ভুগেছি। বুধবারের ধাক্কা আমাদের ওপর চাপ সৃষ্টি করেছিল। ’

লিগে আরো উন্নতির আশা জাভির, ‘আমাদের উন্নতি করতে হবে। সিদ্ধান্তগুলো আমাদের আরো ভালোভাবে নিতে হবে। ম্যাচটা ড্র হতে পারত এবং নাটকীয় হতে পারত। বিষয়গুলো এভাবে হওয়া উচিত নয়। আমরা অনেক উন্নতি করেছি, আমরা সঠিক পথেই আছি। ’ লিগে ১২ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে ৩১ পয়েন্ট বার্সেলোনার। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্টও সমান ৩১।

LEAVE A REPLY