ছবি : এএফপিঅ
নিউজিল্যান্ডের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত শুরুর পর চ্যালেঞ্জিং স্কোর গড়েছে ইংল্যান্ড। বাটলার-হেলসের মারকুটে ব্যাটিংয়ের মাঝেই দারুণ বল করেছেন নিউজিল্যন্ডের দুই স্পিনার স্যান্টনার-সোধি। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৯ রান তুলেছে জস বাটলারের দল। আজকের ম্যাচ জিতলেই নিউজিল্যান্ডের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে।
আর ইংল্যান্ড জিতলে এগিয়ে যাবে সেমির লড়াইয়ে।
ব্রিসবেনে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮১ রানের ওপেনিং জুটি পায় ইংল্যান্ড। একাদশ ওভারে ৪০ বলে ৫২ রান করা অ্যালেক্স হেলসকে ফিরিয়ে জুটি ভাঙেন মিচেল স্যান্টনার। এর আগে ৩৯ বলে ৭ চার ১ ছক্কায় ফিফটি পূরণ করেন হেলস। তিন নম্বরে অল-রাউন্ডার মঈন আলী (৫) নেমে বড় ইনিংস খেলতে পারেননি। লিয়াম লিভিংস্টোনও আশা জাগিয়েছিলেন, কিন্তু ১৪ বলে ২০ রানেই তাকে বোল্ড করে দেন দেন ফার্গুসন।
অধিনায়ক জস বাটলার ৩৫ বলে ৫ চার ১ ছক্কায় তুলে নেন ফিফটি। তাকে যেন থামানোই যাচ্ছিল না। ১৯তম ওভারে পেস তারকা টিম সাউদির বলে ফিন অ্যালেনের তালুবন্দি হন হ্যারি ব্রুক (৭)। একই ওভারে রানআউট হয়ে থামে বাটলারের ৪৭ বলে ৭ চার ২ ছক্কায় ৭৩ রানের ইনিংস। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৭৯ রান তোলে ইংল্যান্ড। ৪৫ রানে ২ উইকেট নেন লুকি ফার্গুসন। ১টি করে নিয়েছেন টিম সাউদি, মিচেল স্যান্টনার এবং ইশ সোধি।