ফিলিপাইনে ‘নালগে’ ঝড় : মৃতের সংখ্যা বেড়ে ৯৮

প্রবল ঝড়ে বিধ্বস্ত ফিলিপাইন। দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা সোমবার (৩১ অক্টোবর) জানায়, ঝড়ের কবলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮ জনে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, নিখোঁজের তালিকায় এখনো আছেন ৬৩ জন।

এর অর্ধেকের বেশি প্রাণহাণির ঘটে শুক্রবার (২৮ অক্টোবর) মিন্দানাও দ্বীপের দক্ষিণে অবস্থিত গ্রামগুলোতে আকস্মিক বন্যা ও ভূমিধসের কারণে।  

মিন্দানাওয়ের বাংসামোরো অঞ্চলের বেসামরিক প্রতিরক্ষা বিষয়ক প্রধান নাগুইব সিনারিম্বো বলেন, দুই দিন পর কারও বেঁচে থাকার সম্ভাবনা প্রায় শূন্য। তাই এখন উদ্ধারকর্মীরা মৃতদেহ উদ্ধারের লক্ষ্যে কাজ করছেন।  

কাদা ও আবর্জনার মাঝে মৃতদেহ খুঁজছেন উদ্ধারকর্মীরা। অন্যদিকে, মৃতদের ঘরবাড়ি পরিষ্কার করার কাজটিতে হাত দিয়েছেন স্থানীয়রা।

ঝড় ‘নালগে’ ফিলিপাইনের গ্রামগুলোকে তছনছ করে দেয়। এতে অনেক ফসল ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া অনেক স্থানে বিদ্যুৎ চলে যায়।  

ফিলিপাইনে ‘নালগে’ আঘাত হানে ‘অল সেইন্টস’ ডে’ উদযাপনের সময়। এ দিনে দেশটির লাখ লাখ মানুষ তাদের প্রিয়জনের কবর দেখতে যান।  

বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আর যেসব ঝড় মানুষ ও গবাদী পশুর প্রাণহানি ঘটায়; খামার, বাড়িঘর, রাস্তা ও ব্রিজ ধ্বংস করে, সেগুলো উত্তরোত্তর শক্তিশালী হয়ে উঠছে।

সূত্র : এএফপি

LEAVE A REPLY