শারলিন চোপড়া ও রাখি সাওয়ান্ত
পরিচালক ও প্রযোজক সাজিদ খানের বিরুদ্ধে অভিযোগের পরেও আইনি সাহায্য পাচ্ছেন না, এমন দাবি করেছেন মডেল ও অভিনেত্রী শারলিন চোপড়া। সম্প্রতি সাজিদের বিরুদ্ধে থানায় লিখিত বক্তব্য দিলেও পুলিশ তেমন সাড়া দেয়নি, এমনটাই জানিয়েছেন তিনি। সোমবার (৩০ অক্টোবর) মিডিয়ার সামনে কান্নাজড়িত কণ্ঠে শারলিন জানান, সাজিদ খানের পেছনে সালমান খানের সাপোর্ট রয়েছে। কেউ তাকে কিছুই করতে পারবে না।
এদিকে সাজিদ খানের বিরুদ্ধে ইন্ডাস্ট্রির বেশির ভাগ অভিনেত্রীর অভিযোগ থাকলেও তাঁর সমর্থনে আওয়াজ তুলেছেন কিছু তারকা। ব্যক্তিগত সম্পর্কের কারণেই এই পরিচালককে সমর্থন করছেন, এমন তারকাদের মধ্যে একজন রাখি সাওয়ান্ত। সোমবার (৩০ অক্টোবর) পাপারাৎসিদের সঙ্গে কথা বলার সময় শারলিনের দেওয়া সাম্প্রতিক বক্তব্যকে ব্যঙ্গ করেন রাখি।
একটি ভিডিওতে দেখা যাচ্ছে, রাখি সাজিদের বিরুদ্ধে শারলিনের অভিযোগ নিয়ে ব্যঙ্গ করছেন। তিনি শারলিনকে নকল করে ব্যঙ্গ করে বলেছেন যে কেউ সাজিদের বিরুদ্ধে তাঁর মামলা লড়তে চায় না। রাখি বলেন, ‘সাজিদ খান অপরাধী না হলে কেউ আপনাকে সিরিয়াসলি কেন নেবে? তাঁর বিরুদ্ধে কোনো সাক্ষী নেই, আদালতও তাকে শাস্তি দেয়নি। মেকআপ এবং শাড়ি পরে মিডিয়ার সামনে অন্যদের বিরুদ্ধে অভিযোগ করতে আপনার নিজের লজ্জা লাগে না?
রাখি আরো বলেন, ‘এই মামলার কোনো সত্যতা নেই। এমনকি পুলিশও জানে এটা। এই শারলিনের সমস্যা কী? সে আমার ভাই রাজ কুন্দ্রা বা সাজিদ খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে চলেছে! আগামী ছয় মাসের মধ্যে সে আরেকটি ধর্ষণের মামলা করবে। ’
এরপর শারলিনকে তাঁর সমস্যার জন্য দায়ী করে রাখি বলেন, ‘অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের দিকে তাকান আগে। ’
কয়েক বছর আগে মি’টু আন্দোলনে বিনোদনশিল্পের একাধিক নারী সাজিদ খানের হাতে যৌন এবং মানসিক হয়রানির অভিযোগ করেছিলেন। তখন শারলিন চোপড়াও সাজিদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দায়ের করেছিলেন। সম্প্রতি শারলিন নিজের অভিযোগ সামনে এনে আবারও সরব হন সাজিদের বিরুদ্ধে। থানায় হাজিরা দিয়ে নিজের অভিযোগের বক্তব্যও রেকর্ড করেছেন অভিনেত্রী।
সূত্র : হিন্দুস্তান টাইমস।
রাখির সেই ব্যঙ্গাত্মক ভিডিওটি :