বিশ্বকাপের অফিশিয়াল গানের কণ্ঠশিল্পী রাহমা

ফিফা ফুটবল বিশ্বকাপের ‘লাইট দ্য স্কাই’ নামের অফিশিয়াল গানটি সম্প্রতি প্রকাশ পেয়েছে। গানটির অন্যতম কণ্ঠশিল্পী হিসেবে ছিলেন রাহমা রিয়াদ। তিনিই প্রথম ইরাকি শিল্পী ছিলেন যার কণ্ঠে বিশ্বকাপের মতো আসরে শোনা যাবে থিম সং। খবর-আরব নিউজের।

এ প্রসঙ্গে রাহমা রিয়াদ জানান, বিশ্বকাপে একজন ইরাকি শিল্পী হিসেবে অংশগ্রহণ কারাটা তার জন্য বেশ উত্তেজনাকর ছিল। পাশাপাশি একজন আরব হিসেবে বিশ্বকাপে উপস্থিত থাকাটা বেশ তাৎপর্যপূর্ণ ঘটনা।

আর মাত্র কয়েক দিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ। এবারে ফুটবলের এই মহাআসর বসতে যাচ্ছে কাতারে। খেলার উত্তেজনার পাশাপাশি খেলার আমোদ ছড়াতে প্রতিবারের মতো এবারও প্রকাশ করা হয়েছে বিশ্বকাপের অফিশিয়াল গান।

আরবের চার জনপ্রিয় নারী কণ্ঠশিল্পী এই গান গেয়েছেন। যারা হলেন- ইরাকের রাহমা রিয়াদ, আমিরাতের বালকিস, মরক্কোর মানাল এবং নোরা ফাতেহি।

এর মধ্যে অফিশিয়াল এই গানটি নিয়ে কথা বলেছেন ইরাকি গায়িকা রাহমা রিয়াদ। ২০২১ সালের ফিফা আরব কাপের আসরেই অফিশিয়াল গানটিতে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল এই গায়িকাকে। রাহমা রিয়াদ বলেন, এটি একটি বড় দায়িত্ব এবং আমি অবশ্যই ফিফাকে ধন্যবাদ জানাই আমাদের মতো তরুণ শিল্পীদের ওপর আস্থা রাখায়। আমরা আমাদের সে দায়িত্ব পালন করেছি এবং আমি মনে করি আমরা ভালো কাজ করেছি।

নারীদের ক্ষমতা বোঝানোই মূলত এ গানের থিম। এছাড়া ফিফা বিশ্বকাপের নারী রেফারিদের কথাও বলা হয়েছে গানে। গানটির প্রযোজনা করেছেন গ্র্যামি-জয়ী মরক্কো বংশোদ্ভূত সুইডিশ প্রযোজক রেডওয়ান। আরব বিশ্বে প্রথমবারের মতো আয়োজিত ফুটবল আসরের এই অফিশিয়াল গানের কম অংশই আরবি ভাষায় গাওয়া। অন্য ভাষাও রয়েছে এতে। যেটাকে ইচ্ছাকৃতভাবে করা হয়েছে বলে জানান গায়িকা রিয়াদ।

কারণ হিসেবে এই কণ্ঠশিল্পী বলেন, এটি আন্তর্জাতিক একটি গান। এটি বিশ্বকাপ নিয়ে গাওয়া গান যা শুধু আরব বিশ্বেই সীমাবদ্ধ নয়। এখানে বিশ্বের অনেক দেশ অংশ নেবে। এ গানের মধ্য দিয়ে আমরা আরব বিশ্বের পক্ষ থেকে বিশ্বের প্রতিনিধিত্ব করতে চেয়েছি।এমকে

LEAVE A REPLY